নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

বনমালীর জন্য

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৩

("বনমালী তুমি কাঁদিও মন খুলে কাঁদিও")

কেউ জানেনা, কেউ দেখেনা তোমার দুঃখ এবং কান্না!
সবাই খোঁজে আতশকাঁচে কৃষ্ণ চোখে অশ্রুর ঢেউ,
পায়না দেখা ওই আঁখিতে দুঃখস্মারক এখনো কেউ!
আমরা হয়তো বুঝিনা তাই, কান্না গুলো লুকিয়ে থাকে,
তবুও নাকি বনমালী কাঁদে রাতের নিভৃতেই!
দেখতে পেলে এই ধরাধাম থমকে যাবে এক্কেবারেই।

যে ছেলেটা রকে বসে একটানা দেয় বিড়িতে দম,
পুড়িয়ে ঊড়ায় ফুসফুসকে, শ্বাসের কষ্টে কাতর হলেও।
কাউকে ভেবে পুরোটা পথ রিকশা ছাড়াই হেঁটে চলে,
তারো কিন্তু হয়না কাঁদা, বুকের ভিতর মোচড় দিলেও!
অফিসে যায়, বাজার করে, খুব স্বাভাবিক ভঙ্গীতে,
কারো কথা ভেবে তারো গলে মনের সব বরফ!
দৃশ্যমান হয়না সেটা, হয়তো দেখা উচিত ও নয়,
তাসের দেশে টেক্কা পেলেও সেই ছেলেটা সুখী নয়!

একজনম দুঃখ পেয়েও তোমার মতো আমাদেরো-
এই জীবনের সমস্ত কাজ হিসাব মতোই করতে হয়।
নাই ছুটি আর নাই অবসর একটুখানি দুঃখ করার,
বিরহ পাথর হোক না ভারী; সহ্য করাই নিয়তি তার!
বিধির লিখন, দুঃখ ভারেও করতেই হয় রাজ্যশাসন,
শ্রীমতী দের অবিশ্বাসও কালের চিরকালীন নিয়ম!

এই সমাজে রীতি আজো; তোমার অশ্রু দেখানো মানা।
মোহন বাঁশি তবু জানি বিধি নিষেধের বাঁধ মানে না!
বাঁশির সুরে শ্রীমতীরা, গৃহত্যাগী হয় তোমারই টানে।
তোমার কান্না সুরের টানে, সেই কথা কি শ্রীমতী জানে?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর কাব্য রজনী।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাঁশির সুরে শ্রীমতীরা, গৃহত্যাগী হয় তোমারই টানে।
তোমার কান্না সুরের টানে, সেই কথা কি শ্রীমতী জানে?

............................................................................
এওকসময় রমণী রা মোহন সুরে গৃহত্যাগ করত,
এখন অর্থকড়ি না হলে মন গলানো যায় না

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.