![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখিনী রাজকন্যা তোমার স্বপ্ন হবে সত্যি!
এই শহরের বিরক্ত ভিড় সরে যাবে বহুদূর,
খোলামেলা যত নর্দমা হয়ে যাবে ফুলে ভর্তি,
বেশি আর দেরি নেই দেখো স্বপ্ন হবেই সত্যি!
এড়িয়ে তুমি জনারণ্যের সব বিকৃত চাহনি;
ফুটপাথে হাঁটবে আবার হাতে রেখে তার হাত,
হরিণীর চোখে ভয় নয়, শুধু রহস্য পেতে চাই,
ললিত শরীরে আসুক ক্ষিপ্র ইগলের মত গতি!
দুঃখিনী রাজকন্যা জানি স্বপ্ন হবেই সত্যি!
ফুটপাত গুলো সাজবে আজ পাহাড়ি অর্কিডে,
ফেনিল পানিতে উঠে যাবে যুগের ময়লা লিখন।
কাগজের ফুলে পথশিশুরা রাঙ্গাবে সেই দেয়াল,
বিলবোর্ড গুলো দৃষ্টি কারবে চিরায়ত চিত্রকলায়,
তোমার মন ভরবে তখন একরাশ ভালোবাসায়!
দুঃখিনী তোমার স্বপ্ন জানি এইবার হবে সত্যি!
ফুচকওয়ালারা কল্পনাতে আনবে স্ফটিক চেয়ার,
রাখবে তারা খাবারের সাথে রাজ্যের সব ফুল!
যাবার সময় হাতে দিয়ে দিবে কসমস ডালিয়া,
দুঃখিনী এবার তোমার হাসি দেখবেই এ নগর!
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৫
ফারজানা সুমা বলেছেন: ভালো লাগল কবিতা টি পড়ে
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
প্রানবন্ত।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।