![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো হাঁটিনি আমি অস্পষ্ট সন্ধ্যায়,
একা রাজপথ ছেড়ে দূরের গলিতে!
যখন নিঃশব্দে হাঁটে ভোরের তারারা।
ফসলের বুক চিরে মেঠোপথে-
কখনো আমি হয়নি বিলীন!
বিষাক্ত বাতাসে মৃত কৃত্তিম গাছ হাসে,
তবুও ভুলের বশে দু একটা কাক আসে!
ঘড়ির ডায়ালে ঘোরে অভ্যস্ত আকাশ!
পৌর নাগরিক হয়ে সযত্নে গুনে রাখি-
সময়ের হিসাব; সূত্রের নিখুঁত আলাপে!
সামান্য অবসরে হিসাবের খাতা ধরে,
খুঁজি ভালোবাসা! যদি তাকে পাই!
নগরপ্রান্তে বসে করি প্রেমের মন্ত্রণা,
দেয়ালে লিখনে নাম প্রেম ও প্রেমিকার!
সরল জটিল হয় এতো হিসাবের পরও,
থাকে আকন্ঠ মন্ত্রণা তবু প্রেম মেলে না!
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।