নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

এয়ারপোর্টে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

দেখা হলে এয়ারপোর্টে? খুব সম্ভব! হতেই পারে!
তোমার পাশে একটুখানি বসতে দেবে!
হাতটা একটু ছুঁয়ে দেবে? সত্যি বলছি, ভালোই হবে!
দেখা হলে এয়ারপোর্টে!
তখন বয়স অল্প ছিলো, গল্পচ্ছলে কল্পনাতে-
লাগিয়েছিলাম দুজন মিলে কত্ত গাছ নানান জাতের,
দেখা হলে এয়ারপোর্টে, ততোদিনে গাছগুলো বেশ বড়ই হবে!
সেখান থেকে দু একটা ফুল, যদি পারো তুলে এনো,
যদি দাও আমার হাতে, তখন কিন্তু বেশ ভালোই লাগবে!
দেখা হলে এয়ারপোর্টে! হতেই পারে! খুব সম্ভব!

পাসপোর্ট যদি ভিন্ন হয়? দুজনের ভিসা দুইরকম!
তাতে কি আর! সেই মুহূর্তেই পালটে নিবে।
কেউ আটকালে শুনিয়ে দিয়ো কাদরীর কবিতা!
যত কড়াকড়িই হোক, ইমিগ্রেশন ছাড় দেবে!
একদিন নাহয় পুরোটা পথ আমার সাথেই কাটিয়ে দিলে,
দোষ কি তাতে! ব্যপারটা কিন্তু ভালোই হবে!
এতোদিনের জমানো সব গল্পগুলো শুনতেই হবে!

হয়তো মিষ্টি চলবেনা আর, রক্তে সুগার মাত্রাছাড়া।
তবুও তুমি চকোলেট দিলে এয়ারপোর্টের দোকান থেকে-
আগের মতোই জমাবো নাহয় ভ্যানিটি ব্যাগে,
সেটাও কিন্তু বেশ হবে! আগের মতোই মজার হবে!

যদি পারি দুজন মিলে বেড়াব অনেক ইচ্ছেমতো!
কল্পনারা সত্যি হলে দোষ কি তাতে বলো!
পাসপোর্টটা বদলে নিয়ে দুজন মিলে এক আকাশেই উড়াল দিব!
দেখা হলে এয়ারপোর্টে, এমন হলে ভালোই হবে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.