![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(০১)
জানালাটা খুলে গেলে পর্দার ফাঁকে,
দ্যাখো মেয়ে,
মেঘগুলো তোমাকেই ডাকে!
রাশ রাশ বুনোহাঁস মেলেছে পাখা,
নীরব শূন্যে যদি পায় তোর দেখা!
ব্যালকনি ছাড়িয়ে খানিকটা দূরে,
অশান্ত বৃক্ষসারি উড়াচ্ছে শাখা।
অসময়ের বুনোফুল এ প্লাবনে পথ ভুলে,
প্রাচীন দূর্গের কোলে জেগেছে লুপ্তলোকে।
এই ঝড়ো উচ্ছাসে যদি পায় তোর দেখা!
(০২)
বাতাসে ভাসছে অনেক গল্প!
শুনছো কি কন্যা অল্পস্বল্প?
হঠাৎ রাজপথ মরীচিকাময়,
মেঘের বৃষ্টিতে রোদ ঝলসায়!
প্রজাপতি টানা স্বপ্নিল রিকশায়,
কন্যা প্রতিদিন আসে ও যায়!
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।