![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝলমলে নগরী আমাদের, হঠাৎ দেখাচ্ছে কালো!
মেঘেদের ধাক্কায় ভেঙ্গে চৌচির আকাশের কাঁচ,
ঝরে একটানা বিস্তৃত নিশানায় জলের বুলেট!
তোমার বাঁকানো ছাতাটা স্বেচ্ছায় সরিয়েছে বাধা,
সামান্য সুযোগে মেঘ ছুঁয়েছে ঠোঁট সিক্ত চুম্বনে!
রুপালী বিন্দুর স্রোতে ভেসেছে অবাধ্য চুল হেসে!
পিচের কালোতে জলস্রোত মিলন ছায়ায় ভাসে,
মেঘ ও মানবীর যুগলবন্দী দেখে নাগরিক পাখিরা!
মানব জীবনে তোমাকে ছোঁয়ার আশা বন্দী চেতনায়,
তাই অদম্য ইচ্ছা মনে, মেঘ হয়ে যাব এক বর্ষায়,
ছুঁয়ে দিতে তোমাকে বাঁকানো বৃষ্টিতে জলের ধারায়!
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।