নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

পরদেশে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

রাত শেষ হয়ে এলো এই ভিনদেশী বারেতে ,
তুই পারিসনি আজো ফোনটা ধরতে!
হাজার মাইল দূরে অগোছালো দালানের শহরে,
জেগে আছে চাঁদ উদাসী বাতাসে ওড়না ছড়িয়ে,
তুই কি এখনো নির্ঘুম কাটাস কাকডাকা ভোরে!
জাগিস প্রতিটি রাত ইতিউতি খোঁজ নিতে কারো,
দুই মহাসাগর ছাড়িয়ে, অগোছালো শহরে!

ঘড়ি ঘুরে শেষ হবে জমানো রাতের সময়েরা,
ঘুমিয়ে পড়েছে দেখি পানোৎসবের গিটারিস্ট!
চুপ করে আছে তন্দ্রালু ভায়োলিন এই ক্যাফেতে,
তবু তুই পারিসনি আজো ফোনটা আমার ধরতে!
অনেক চেষ্টার জলাঞ্জলিতে ভেসে গ্যাছে চাওয়া,
এখন জীবন মানেই শুধু মদিরায় ভেসে যাওয়া!
ঘুমন্ত শহরে বাতাসও খুব অচেনা লাগছে এখন,
হয়তো আমার নাম তোর দেশে বিস্মৃত এমন!

হয়ে গ্যাছে শেষ এখানে বিয়ারের ক্যান আজ,
তবু তোর কথা মনে আসে হররোজ!
পরদেশী এ শহরে জেগে জেগে ঘুমাচ্ছে মানুষ,
পকেটে ডলার শেষ, যেকোন সময় হবোই বেহুঁশ!
তবু আরো একবার কল দিতে চাই তোকে,
যদিও জানি আজো তুই পারবি না ফোনটা ধরতে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.