নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

উন্মুক্ত উত্তর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

ভালো থাকতেই পারি, যদি নামে-
তোমার হৃদয়ের ঘাসে,
একগাদা ভালোবাসার ফড়িং!
কলমি ফুলের ভিড়ে হারালে-
স্বর্ণলতা তার সৌর উল্লাস,
বিকালের নম্রতায় নামলে স্নিগ্ধতা,
ভালো থাকতেই পারি আমি কিছুদিন!
তারপর শেষ বিন্দুর মতো শুন্যতা,
হয়তো করবে গ্রাস প্রতিদিন!

ভালো থাকতেই পারি,
এ এমন কঠিন কাজ নয়!
অসাধ্য পরীক্ষার কঠিন নিয়মে,
নয় কোন ধাঁধার অলঙ্ঘ্য বাঁধা!
যদি তোমার মনের নীলে প্রতিদিন-
ঊড়ে আমার ফানুস,
আমি সমাধান করে সব প্রশ্নজাল,
ভালো থাকতেই পারি খুব!
তবু নিভে গেলে নামবেই অন্ধকার,
কৃষ্ণগহ্বরের শেষ পরিণতি হয়ে,
কোন একদিন!

শেষ হলে পৌরাণিক যুদ্ধ,
মাটির নায়ক পেলে রাজকন্যার-
সন্ধান; ছেঁড়া নকশার গুপ্ত সংকেতে!
আমি খুব ভালো থাকতেই পারি,
মহাকাব্যের ধ্রুপদি নায়িকা হয়ে,
তুমিও অমর হলে হৃদয়ে আমার!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! চমৎকার। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.