![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো থাকতেই পারি, যদি নামে-
তোমার হৃদয়ের ঘাসে,
একগাদা ভালোবাসার ফড়িং!
কলমি ফুলের ভিড়ে হারালে-
স্বর্ণলতা তার সৌর উল্লাস,
বিকালের নম্রতায় নামলে স্নিগ্ধতা,
ভালো থাকতেই পারি আমি কিছুদিন!
তারপর শেষ বিন্দুর মতো শুন্যতা,
হয়তো করবে গ্রাস প্রতিদিন!
ভালো থাকতেই পারি,
এ এমন কঠিন কাজ নয়!
অসাধ্য পরীক্ষার কঠিন নিয়মে,
নয় কোন ধাঁধার অলঙ্ঘ্য বাঁধা!
যদি তোমার মনের নীলে প্রতিদিন-
ঊড়ে আমার ফানুস,
আমি সমাধান করে সব প্রশ্নজাল,
ভালো থাকতেই পারি খুব!
তবু নিভে গেলে নামবেই অন্ধকার,
কৃষ্ণগহ্বরের শেষ পরিণতি হয়ে,
কোন একদিন!
শেষ হলে পৌরাণিক যুদ্ধ,
মাটির নায়ক পেলে রাজকন্যার-
সন্ধান; ছেঁড়া নকশার গুপ্ত সংকেতে!
আমি খুব ভালো থাকতেই পারি,
মহাকাব্যের ধ্রুপদি নায়িকা হয়ে,
তুমিও অমর হলে হৃদয়ে আমার!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! চমৎকার। +++
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।