![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি খুব বেশি ভালোবাসো!
তাই প্রায়ই কষ্টে ভাংগলেও মনের আয়না,
তুমি মুখ প্রসাধনে ঢেকে, সুখের প্রলেপ মেখে আসো!
ভাবো এভাবেই দুঃখ গুলো পেয়ে যাবে আড়াল!
তবুও কিভাবে যেন জেনে যাই প্রায়ই!
তোমার লুকানো কান্নার বান-
আনে নাব্য জমিতে প্লাবন;
নোনা মাটি ভিজে গলে যাওয়া স্বপ্নের ঝিনুকে,
আবার কল্লোলিত হয় অরাল সাগর!
আমি খুব ভালো ভাবে বুঝি তার স্রোত!
দুঃখের পলি হয়ে তারা যাযাবর মাঠ,
কবিতার ঘাসে ভরে রাখে ;
শ্যাওলার রেশম স্পর্শে চৌচির চাঁদ,
কেঁদে ঝরে পরে অনাহূত বৃষ্টির দিনে!
বেনামী বাতাসে নূরুইলের বিলে সুক্ষ তরঙ্গে-
কাঁপা পদ্মের পাপড়ি তোমার বিছানায়,
প্রতিটি অদৃশ্য ভোরে শিশিরের অশ্রু-
নিয়মিত আনে!
মননে বোহেমিয়ান আমি কেঁপে জেগে উঠি,
তোমার মতোই একই রুটিনে!
০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৫
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৬
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২
মাহমুদুর রহমান বলেছেন: অপূর্ব!