![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনন্ত সূর্য্যের আলো,
রেখেছিলে পৃথিবীর প্রতিটি বিকাল,
ডালিয়া ফুলের আনত গল্পে ভরে!
ম্যাপল পাতার রঙে আমার সকাল,
আশার নিঃশ্বাসে বাঁচত এতোদিন,
নীল ডাহুকের মতো একটানা উড়ে!
নিভে গেলে মহাবিস্ফোরণের রেখা,
যদি গ্রাস করে তোমাকে কৃষ্ণবিবর!
আমাকেই পাশে তবু রেখো!
শেষ আলো ভেবে হয়তবা বেঁচে যাব!
নিঃস্ব অন্ধকারে ঢেকে গেলে চরাচরে-
জীবনের কয়েদ!
তোমাকে ভেবেই নাহয় আদ্যপ্রান্তে,
আলোকশূন্যতাকে মেনে নেব!
২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
কবিতা সুন্দর হয়েছে খুব।
৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:০৩
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। কবিতা দিবসের শুভেচ্ছা জানিবেন..
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।