![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আকাশে অনেক বৃষ্টি! কান্নার ফুল ফুটেছে হয়তো!
পরিচিতা! তবু ছাতা হাতে আজ আমার দাঁড়ানো মানা,
এ জীবনে শুধু তাজা ফুলেদের মৃত্যু দেখেছি! প্রাপ্তি অজানা!
অনেক বেশিই ভিজছ তুমি, কাঁপাচ্ছে তটরেখা অদেখা সুনামি!
বড় সাধ ছিলো হাতদুটো ধরে, সব চোরাবালি ফেলে দিব খুড়ে,
আমাদের এক বাগান বানাবো প্রবালদ্বীপের রঙিন পাথরে,
দেখছি হঠাত, নিয়তির ভুলে, আমরা দুজন বসে একা একা,
মোহনার ঢেউয়ে মহীসোপানের দূরতম দুই পারে!
শখ ছিলো খুব! শুকনো কাঠের বানিয়ে ভেলা জবরদস্ত,
তোমাকেই আমি করে নিব পার, আমাদের সেই সান্ধ্যসাগরে!
হয়তো কখনোই হতো না সেটা, অথবা নিয়তি দিত না হতে!
তবু সাধ্য কার আটকায় বলো! অনন্তে লালিত ভালোবাসাটাকে!
২| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫
ওমেরা বলেছেন: মানা মানতে হবে না , আপনি ছা্তা নিয়ে যানতো।