![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার ভিতর, গলে যায় বাস্তব,
নির্ঘুম কষ্ট নামে যাদুঘরে!
ডুবে যাচ্ছি ধীরে ধীরে গহীন পাতালে,
ইন্টারকন্টিনেন্টাল কাপে জোরতালে,
পাথরের মতো থরথর!
ভেংগে চুরমার হবো আজ রাতে,
বহুজন্মের জমানো শোকগাঁথা পড়ে যাই,
প্রতীক্ষিত স্বপ্নে আমি বারবার মরে যাই!
অনাগত হাতিদের জোড়ার বৃংহিত,
মনের জানালায় ছুড়ে কালির ফোয়ারা,
মসীলিপ্ত হই অনায়াসে রাত্রির আমরা!
মোড়ের মাথায় ফুল লাল নীল সাদা,
ক্যালকুলেটার গুলো বসে বিক্রির মহড়ায়,
দোকানীরা চিনামাটির পুতুল!
মধ্য আকাশে চাঁদ বসে একা একা,
মেঘের অপেক্ষায় পার করে ঘোর দুঃসময়!
থেমে গেছে সং দের সমাবেশ,
বাড়ি ফিরে গেছে শহরের সকল জোকার,
ভাংগা সার্শির ছাচে কষ্টেরা আছে অপেক্ষায়,
আমি আছি অপেক্ষায় তোমার!
বাস্তবতার রাতে নামছে পরাবাস্তব রোদ!
বিশ্বাসী ঘাসবনে সাঁতরায় গ্রাফাইটে ঘষা হাঁস,
বহুতল দালানে দরোজা জানালারা নেই ঘরে,
দেশলাইয়ের মতো জ্বলে যেতে পারে-
বিস্ফোরক রাত মরে যাবে যেকোন সময়!
অবোধ্য প্রাণির মতো তবুও গর্তে আছি,
গা ঘেষে ডেকে যায় নিশীথ ইঁদুর!
পরিত্রাতার মতো আসে দু একট গাড়ি!
স্টেজের আলোর লেশ কাটে তাড়াতাড়ি,
তবু চাঁদের কলংকে বাচি,
তোমার প্রতীক্ষায়!
০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ। প্রতীক্ষাই জীবন।
২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৫
কামভাখত কামরূখ বলেছেন: ফেসবুক প্রফাইল চাই আপনার
০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ। প্রোফাইল কমেন্ট বক্সে না দেই। আপনার ইমেইল বলুন দিয়ে দিচ্ছি। আমার ইমেইল [email protected]
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
কানিজ রিনা বলেছেন: আমি আছি তোমার প্রতিক্ষায,এই চারটি
শন্দের অসীমতা সর্বজনীন। ধন্যবাদ,