![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তারা দূরে সরে যায় নাকি প্রকৃতই পালায় মানুষ?
এমন প্রশ্নের আশাতীত উত্তর জালে উঠবেনা যদিও!
খান্ডবদাহনের গরমে ঘেমে একাকার সকল বাতাস,
ঘুমালে প্রেয়সী ও শহর কানে আসে মাকড়ের শ্বাস!
এখনো বপন করি স্নায়ুপ্যাচে ব্যর্থতার দর্শনের চারা,
প্রেম কি যৌক্তিক? মোহনায় পাওয়া লুপ্ত নদীধারা!
কখনো পেলে খোজ তাই ঘিরে আবর্তন সহস্র জীবন,
ঘুমানো হয়না! জানো বহুদিন আমি ঘুমাইনা তেমন!
দুরূহ প্রশ্নের চাই উত্তর;খুব কি শক্ত তারাদের গোনা!
প্রেম কি তেমন বায়ুর মিশ্রণে মিহিদানা বাষ্পের কণা?
প্রত্যেক মিনিটে মিশছে অস্তিত্বের অনেকটা গভীরে।
জেগে আছ? জতুগৃহ পোড়া গন্ধ দেয়ালেই মাখানো,
নাকি ঘুমিয়ে পড়েছ সেই বাষ্পীয় বাতাসের আদরে!
২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর পদ্য।