![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরবেলা গুলো চোখের কালির মতো খটমটে কালো,
স্বপ্নঘোরে ভেংগেছে ডালিয়ার ডানা বাতাসের ধাক্কায়,
সব ভালো লাগা নাকি শেষ হবে আজ তার উছিলায়!
পূর্বের নীলে কারো কথা ভেবে যেন চুপ প্রশান্ত পলাশ!
খুব জোরে হেলে পড়েছে কি শহুরে দালানের সারি?
মৃত রাজার স্তম্ভের মতো ভেংগে যায় যদি সব গাছ!
অথবা পাথরের মতো পৃথিবী নিশ্চল হবে কিছু পর!
এইসব অনুভূতি চলে আসে চুরি করে প্রতিটি ভোরে,
ঘুমের রেশের শেষে মন খারাপেরা করে তাকে ভর,
ইগলের থাবায় লোহার শিকল কষ্টকে আনে টেনে,
নিয়মিত রূটিনের মতো ঘুম ভাংগলেই!
ভোর হলে বিনাদোষ সব ফুল ঝরে শিউলি বাগানে!
শতকের পর শতক এভাবেই ভোরে কষ্টরা যায় গলে,
ফাটলের রেখা বরাবর জাগে নীরবেই অনেক ফাটল!
পাখিদের মন নিয়ে বাচা কিছু মানুষেরা সকালের ভুলে,
ঝরাপাতা দেখে নির্বাক কষ্ট মুছে রাখে শিশিরের জলে!
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।