নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

স্তব্ধ আলাপ

৩০ শে মে, ২০১৯ রাত ৩:৪৯

মন খারাপের কারণ খুজো না আর,
আমরা বোধ হয় কেঊ জানিনা
কেউ বুঝিনা!
কেন হঠাত বৃষ্টি এলে, চোখে নামে জল,
টিনের ছাদে সারাটা রাত রিমঝিমি শব্দ হলে,
মন খারাপের পসরা বসে বুকের কোণে,
মাথার ভিতর!
কোন কারণ খুঁজো না তার।

বাতাস হঠাত মাতাল হলে,
আকাশ জুড়ে যখন নামে বিজলী আঁকা মেঘ,
একলা পাখি ঝড়ের বুকে উড়ছে দেখে,
একা একাই ঝড় এড়িয়ে,
তখন কেন অকারণেই চুপ হয়ে যায়
বাচাল মন?
তারও হয়তো কারণ থাকে।
তবুও তুমি খুঁজতে যেয়োনা আর!

সারাটা দিন ব্যস্ত থাকো,
অনেক বড় হয়েছো বোধহয়,
অল্প কয়েকদিনের মাঝেই।
পত্র লিখার সময় পাওনা আগের মতন আর,
সব বুঝেই পার করে দিই অনেক বছর,
ডাকপিয়নের অপেক্ষাতে!
পত্র না এলে খারাপ লাগে,
স্বীকার করছি কিছুটা তো অবশ্যই!
বিষন্ন দিন খাপ খেয়ে যায়,
মন খারাপের ছকে!
তবু তার বিশেষ কোন কারণ থাকেনা,
তুমি কারণ খুঁজোনা আর!

তবুও যদি জেদ করে খুড়তে যাও,
অনেক গভীর!
পদ্মপাতা ডুবে যাবে, উঠবে কালো দুঃখ নীর,
কি লাভ বলো একই কষ্টে ডুবে,
তোমার আমার একই সাথে!
তুমি বরং পাতার মতো ভেসেই থাকো,
পুরোটা দিন!
এই আশাতেই বাচবো হয়তো-
ওই পাতায়ই রাখা আছে,
আমার আয়ুষ্কালের নির্ধারিত,
সবটুকু স্নেহের শিশির!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ সকাল ৭:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:৪২

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার কবিতার কথামালা আমার সাথে যায়। ভালো লেগেছে।

৩| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.