নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

আর কতোদূর

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৯

কতোদূর আছো তুমি?
পূবালী বাতাসে সরিষার বন,
ভাসিয়ে নিয়েছে সবুজের ঝড়,
কতোদূর আছো তুমি?
চৈত্রের শুকনো বাতাসে,
উচাটন মন কারণে অকারণে,
ভাংগা মঠটার মতো,
একাই দাঁড়িয়ে ছাড়ে দীর্ঘশ্বাস!
কতোদূরে গিয়েছ তুমি?
পত্রপাঠ দিও আশ্বাস!

ভেজা রাস্তার শান্ত শহর,
শীতের সকালের শিশির বৃষ্টি,
কুয়াশার ছায়া ঢেকেছে সব!
রোদে মাখা শীতে শালিকের দল,
খুটে খায় তারা শিশিরের জল!
তাদের ছাড়িয়ে আরো বহুদূর,
বলো তুমি গেলে কতদূর?

হয়নি হাটা হাতে হাত ধরে,
বিষন্ন শহরের মোড়ে মোড়ে!
তবুও এই অপেক্ষা অনন্তের,
জেনো হবেই দেখা আমাদের!
পুরানো গলিতে, নতুন আলোয়,
ঝাড়বাতি হয়ে ফোটা পলাশের বনে,
লাল ইট রাস্তায় হলুদ পাপড়ি ঝরে,
তোমার বাসা থেকে সামান্য দূরে!
তুমি কি সেখানেই আছো!
নাকি গিয়েছ চলে আরো বেশিদূরে?

ব্যস্ত রাস্তাটা ঝাপটায় ধূসর ডানা,
চোখ তার কাঁদে নিয়নের আলোয় পড়া,
জলের ফোঁটার সাথে আজো,
মেঘলা আলোর চুপচাপ দিনে।
তার সব কষ্ট নিয়ে সাথে,
তুমি কি এখনো বসো ছাদটার পাশে,
রেলিং এ বসা সন্ধ্যাতারার মতোন।
নাকি আরো দূরে গিয়েছ চলে,
রাত্রির ভীড়ে,
শংখচিল পাখিদের সাথে!



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: দূরত্ব বাড়লে উচাটন মন হাতড়ে বেড়ায় তার ভালবাসাকে। কিন্তু অধিক দূরত্ব যে তাকে ধূসর করে দেয়। কবিতা ভালো লেগেছে।
"খুঁটে খায় তারা শিশিরের জল।"লাইনটি ঠিক লাগেনি।

পোস্টে প্রথম লাইক।

শুভকামনা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১

স্বর্ণবন্ধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে মনে দেখেছিলাম শিশিরের কণাগুলো মুক্তোর দানার মতো ছড়িয়ে আছে ঘাসেদের বাগানে, আর শালিক খাবার ভেবে ভুলে ঠোঁট দিয়ে টোকর দিচ্ছে তাতে। কবিতায় কল্পনায় হয়তো অনেক অবাস্তব ই বাস্তব হয়ে যায়। আবারো ধন্যবাদ।

২| ১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেন , ভাল লাগল ।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২১

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২০

কামভাখত কামরূখ বলেছেন: যাদের কাব্য নিয়ে ধরানাও নেই তারাই আসে এটা মূল্যায়ন করতে ব্যাপারটা অদ্ভুত! নুতুন শৈলী নিত্য নুতুন ছন্দ তাল মলয় এই কবিতার কাছে আমি ভাষাহীন ।

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২২

স্বর্ণবন্ধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.