নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

কথাদের গল্প

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

গল্প শুনবে! অনেক গল্প!
পার হয় রাত দিন; আকাশ এখনো রঙ্গিন!
কথা হয় সোনালী আলোর মতো,
মুখোমুখি দুজনার নিভু নিভু দীপ!

ঝিনুকের খোল খুড়ে এনেছি মুক্তা যতো,
সবই তোমায় দিব গোলাপী আলোয়।
করেছি বিনিময় আমাদের সব কথা,
রাতের আকাশে বসে; দিনের সীমান্তে!
মনে পড়ে কতো শত রাত করে পার,
আমরাই কথা দিয়ে বুনেছি নকশী ছাদ,
নীহারিকা বিছানো এই সৌরজমিনে।

কথারা জীবিত হয় আমাদেরই মতো।
তাদের পাখায় কাটে রাতের বাতাস,
ছুরির ফলা হয়ে তীব্র চুম্বনে,
কথারাই কেটেছে সময়ের গাড় হিসাব!
পার হয়ে গিয়েছে আমাদের বছরটা,
নিয়ে বুকে বাগদাদী রঙ্গিন গোলাপ!

তবু আজো শিশিরের জলের ফোঁটায়,
জানি মিশে থাকে তোমার চোখের জল!
ইতিউতি উড়ে যাওয়া প্রজাপতি ভেবে,
এখনো কথাদের খোঁজে একা একা,
হাঁটো তুমি দুপুরের লাল নীল রাস্তায়।
প্রজাপতি শিকারের নেটটায় মেখে থাকে,
তোমার গল্পের গভীরতম অধ্যায়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: কথাদের গল্প ভাল লাগল ।

২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.