![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু আছে অন্ধকার মৃত্যুর মতো নীল,
অথবা যে রঙ আজো দেখিনি আমরা কেঊ!
শেষ নিঃশ্বাসের সাথে শেষ কি হয়ে যায়,
পায়ের পাতার নীচে দূর্বা ঘাসের ঢেউ!
বুঝিনা কিছুতেই জানো,
সেই অন্ধ জগতে চাঁদ উঠে কিনা,
বুনো নক্ষত্রের সাথে তার সভার ঠিকানা!
দেখে হেসে ফেলা কয়েকটি বুড়ো টিকটিকি,
তাদের শব্দের গন্ধও শেষ হয়ে যাবে!
আচমকা সব কিছু শেষ হয়ে যায় যদি!
যেই বুড়ি তালগাছ জোনাকির সাথে,
কয়েক পুরুষ ধরে রাত্রে করে ভয়ের আবাদ!
সেও বুঝি থাকবেনা স্মৃতির পাতায়,
তবু হায় জলের রূপালী হাসি সামান্য কষ্ট দিবে,
গলা জুড়ে নেমে এলে অনন্ত আঁধার,
পাতালের আলোয়!
এবং মেয়ে তুমি ও অভিমান, ভেজা চুল,
বুনোহাস হয়ে কি দিবে উড়াল,
প্রদীপের নীচে রাখা পাপড়ি ও ফুল।
নাকি শুধু অন্ধকার,
আন্তঃনাক্ষত্রিক শূন্যতায় মরে যাবে হেসে,
আমাদের সবগুলো সোনালী দুপুর!
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৩
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩
ইসিয়াক বলেছেন: আসলে জানতে ইচ্ছা হয় ........সেই অন্ধকার জগতে চঁদ ওঠে কিনা ?
ভালো লেগেছে ।