নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণপক্ষ

২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪০


ঝিকিমিকি আলো মাঝরাতে নিভে যায়,
বেঁচে থাকে পূর্বদেশের কালো হ্রদ!
সেই কালো ভেদ করে যূথচারী হাতিরা,
ঘন কাঁদা মাটি সরিয়ে হেঁটে আসে প্রায়ই!
ভোজবাজির মতো অদ্দৃশ্য হলে,
হাতিরঝিলের সাজানো বাতিরা!

তাদের দেখেনা কোন নগরের লোক,
এখানে সবার মনেতে অসুখ!
জমে আছে কৃষ্ণপক্ষের চাঁদ,
কালো দুঃখে মোড়া তাই পৃথিবীর ছাদ!
চাঁদ বেঁচে আছে নাকি তার খোঁজে,
কাঁদছে শহরের সব পাখি হলুদ ও লাল,
ঘুমের অন্ধকারে নীল চোখ বুজে!
আমারো কান্না পায় এমন রাতে!
নক্ষত্রের আলো আর আসেনা তেমন,
সৌখিন জানালাতে!

পৃথিবীর মনে নাকি গভীর অসুখ,
দালানের ফাঁকে গলিতে গলিতে,
জমে আছে শ্যাওলার মতো ঘন শোক!
পৃথিবীর সমস্ত প্রেমিকের সাথে,
আমিও অনন্ত কাল ধরে হাঁটি,
বুড়ো বটগাছটাকে রেখে কেন্দ্রবিন্দুতে!
লক্ষ বছর ধরে এই আবর্তন,
মৃত্যু ও কৃষ্ণপক্ষের মিলনই জীবন!

হাতিগুলো আজো হাঁটে পাথরের উপর,
মনির মতো জ্বলে অদৃশ্য চোখ!
তাদের মতোই কালো জল ছুঁয়ে,
আজন্ম জমিয়ে রাখি অজানা অসুখ,
মনের গভীর পোড়া আকাশের লাল,
অজানা সে শোক!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪২

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: বাস্তব উপলব্ধি, কবিতা খুব ভাল লাগল ।

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.