নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

আকাশগংগা

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০


ইচ্ছে হয় ছায়াপথে যাই,
আকাশগংগায় তোমার নীলাভ আঁচল,
বিছানো থাক তারা জ্বলা ঘাসের আভায়!
মহাশূন্যের নিঃস্তব্ধতা হয়ে যাক খানখান,
উড়ন্ত চুলের বাতাসে এলোমেলো সব!
সেখানে সুপারনোভায় ভালোবাসার বাগান,
ফোটাবো চুম্বনরাশি,
তোমারে ঠোটেতে হাসি,
পার করে মিলেনিয়ামের পুঞ্জীভূত বছর!

কোন এক মহাজাগতিক বরফের যুগে,
হবে আলোর মিছিল!
পুড়ে যাবে ধুমকেতু বাজির মতো জোরে,
ঝলসাবে পৃথিবীর চোখ!
তোমার জন্য তারই একফাঁকে দিব এনে,
সহস্র চুম্বন!

কোয়ার্টজের এর সাদা রহস্যে ঘনীভূত মেঘ,
আমাদের স্থান দিবে তার পূর্ণ শূন্যতায়!
আদিম বালুঝড় বুকে নিয়ে কাফেলার মতোন,
হেটে যাবো দুইজন;
পাখির পালকে ভাসা মন,
নীল জলে ঘোলা মেঘে আকাশগংগায়!

বশিষ্ঠ!অরুন্ধতী! চোখ রেখো লোহিত বামনে!
তার লাল আলো পেয়ে বাড়ে যদি,
আমাদের মনুষ্য জীবন!
পাখিদের পরিযানে উড়ে যেতে পারি,
সেই লাল বনে,
পুড়লে পুড়ুক মহাসাইক্লোন,
নক্ষত্রের গোলাপি আগুনে!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটি কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.