![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো বোধিবৃক্ষ দেখি,
সময় শেষে চলে গিয়েছে গৌতম!
ঝরা পাতাদের স্বাদ আর দেয়না নির্বাণ!
তবুও তো ভালোবাসি আপ্রাণ,
নদীর জলে প্রিয়ার ছায়াকে!
অজন্তার মানবীরা ঢেকেছে ধুলায়,
তাদের চোখের ঘন মেঘরাশি,
আজো ভালোবাসি!
এ এক অনারোগ্য ব্যধি যার,
নেই প্রতিকার!
জানি হবেনা সিদ্ধিলাভ এই জন্মে আর,
অনেক বেশিই দিয়েছি সাতার,
কচুরীপানার নিচে দিনের হলুদ নদীতে!
তবু চলো যাই একবার বোধিবৃক্ষ তলে,
হয়তো নিভানো যাবে দুর্দম আগুন!
আমাদের অংগার করে প্রতিদিন,
যে দানবীয় অনলে!
শান্ত হোক নিরঞ্জনার আপ্লুত স্রোত,
সিদ্ধিলাভ নাই বা হলো আর তবু,
চলো যাই একবার,
বোধিবৃক্ষ তলে!
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: চমৎকার সুন্দর কবিতা।
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ লাগলো আমার কাছে।
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
না মানুষী জমিন বলেছেন: ভালো লাগলো অনেক।
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর কথামালা ও বোধের কবিতা
বোধিবৃক্ষের সন্ধানেই এখন আছি।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
এস সুলতানা বলেছেন: সুন্দর+++++++++্