![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি হেঁটেছে আজ বাতাসের মতো,
অবনত মাথা ভরা আগুনের ঝরা ফুল,
দিগন্তে দৃষ্টি তার ঈষৎ আনত!
কিছু ঝরা পাতা হৈমন্তী বালু মেখে গাঁয়,
ছুঁয়ে দিয়ে গিয়েছে তার পায়ের পাতায়!
অপেক্ষায় থাকবে তারা আরো বহুদিন,
পেতে তার ছোঁয়া মাটির আকাশ,
হয়ে আছে অমলিন!
মেয়েটি হেঁটেছে আজ সূর্যের সাথে,
চাঁদ নেই তাতে কি!
মাটির আকাশে সে নক্ষত্র হয়েছে!
জ্বলন্ত আলোর সাথে হেঁটেছে রাস্তায়,
মিশরীয় রাজকন্যার মতো!
লজ্জাবতীর লতা লাজে হলো লাল,
কল্পনায় তাকে দেখেছি যে কতো!
হিসাবের নাই আর অবসর,
তবু অপেক্ষায় থাকে নিদ্রালু শহর।
তার হলদে পোশাকের নাক্ষত্রিক নিঃশ্বাসে,
কাটাবন মোড়ে বদ্ধ খাঁচার পাখিরা,
কয়েক শতাব্দী পর প্রথম ফেলেছে হেসে!
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭
অাজমাল েহােসন মামুন বলেছেন: চমৎকার হয়েছে কবিতাটি। শুভ কামনা রইল কবির জন্য।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কবিতা !
রাজীব নূর ভাইয়ের আমিও আমেজ পেলাম।
যাইহোক কাঁটাবন মোড়ে আরেকটু হলেই দেখা হয়ে যেত আমার সাথে।
গত শতাব্দী ধরে আমিও খাঁচায় আটকে আছি।
+++
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯
নার্গিস জামান বলেছেন: ওয়াও!
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: মনে হলো যেন জীবনানন্দের কবিতা পাঠ করলাম।