নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

লোডশেডিংয়ের রাস্তায়

০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২১

নিভে গিয়েছে রাস্তার সবগুলো নিওনের আলো,
কারণ ছাড়াই! পুরোটা শরীর অদৃশ্য হলো জমাট আঁধারে!
চোখের তারায় আলো ঝাড়বাতি হয়ে হবে নিঃশেষ,
নিজেকে দেখিনা আর নিজেই!
আছি নাকি মৃত ছত্রাকের মতো হয়ে গিয়েছি শেষ?
মাত্র কয়েক মিনিট; বদলাচ্ছে পৃথিবীর আহ্নিক গতির দিক,
অথবা থমকে গিয়েছে মহাকর্ষ বল,
ঘোর অমাবস্যায় নিভালো কে শহরের আলোর ছোবল!
আলোকে ভালোবেসে আমি এতোকাল চিনেছি নিজেকে,
মুহূর্তের শূন্যতায় তার তাই পারিনা বুঝতে আর,
আমার আমিকে! অনেক অচেনা লাগে!

পুরো শহর অন্ধকার! মিশমিশে কালোয় মিশে থাকে তারা,
দানব নাকি মনুর সন্তান? ভয় লাগে মস্তিষ্কের স্নায়ুতে!
এমন অন্ধকার শেষ হবে তো এবার!
বাতাসের পরমাণু ভেসে আনে পুরাতন কষ্টের জল,
চকচকে নতুন মোড়কে! কষ্টের স্বাদ আজো বৈশ্বিক,
অনেক নিয়েছি মুখে দর্শনের তিতা ফল,
লোকে বলে কষ্ট নাকি কর্মফল অনেকটা ঐচ্ছিক!
তবু বিনা কর্মফলেও মেলে কষ্টের বিস্তর রত্নসম্ভার,
যেমন জুটেছে আমার!
নিয়মের ব্যত্যয়! ভুতুড়ে ল্যাম্পপোস্ট দিচ্ছে পাহাড়া,
অন্ধ রাস্তাকে! মনে হয় যাচ্ছি ফিরে অনন্ত শুন্যতায়,
কাঊকেই দেখিনা যে আর! চিনছি না নিজেকেই!

মহাবিশ্বকে হঠাত নিয়েছে গিলে মহাকায় কৃষ্ণবিবর,
হয়তো আসবেনা ফিরে আর কোন নীল ভোর!
আমি কি শহরে আছি! নাকি হারিয়ে গিয়েছি অনেক আগেই,
গাঁড় অন্ধকার কেটে রাস্তাকে পাবোনা হয়তো আর খুঁজে!
হাঁটছি তো হাঁটছিই একা চোখ বুজে,
অন্ধ কাছিমের মতো মহাসমুদ্রের তলে পরম আঁধারে!
হয়না রাস্তার শেষ, গলিপথও ঢেকে আছে অন্ধ ছায়ায়,
আর কতো হাঁটবো আমি! কেউ কি বলতে পারে আজ?
দানব, মানব অথবা দেবতারা কেউ এসে বলে দাও,
অন্যের জীবন নিয়ে পার হবে আর কতো আলোকবছর!
আসলে আসুক নিফেলহাইম! তবু এ পথের হোক শেষ!

শহরে আসেনি আলো! অনেকটা সময় পার হলো তবু!
আমি কি একাই হাঁটি! নাকি অনেক আমি আছি একসাথে,
তারা কি আমার মতো কথা বলে?
দুঃখের জল এলে কান্নায় চোখ যায় ফুলে; অসংখ্য আমি,
অগণন পৃথিবীতে করি বিচরণ; শুধু জানে অন্তর্যামী!
এই অন্ধকারে সবকিছু ডুবে গেলে ক্ষণিকের অস্তিত্বহীনতায়,
আমার সাথে তাদের কথা হয়! নাকি কল্পনা করে গ্রাস,
হৃদয় নদীতে লোনারক্তের বাস!
সেখানে দুঃখের চাষ করে আমার প্রতিরূপেরা সবাই,
সব আলো নিভে গেলে সেখানেও ঘুরে আসা যায়!

গীর্জার শব্দ বিস্ফোরিত হলো অন্ধ শূন্যতায়,
দেয়ালের ওপারে সমাধির সারি শুয়ে আছে মার্বেল চাদরে,
কতো অপূর্ণ কান্নার জল শুকায় পাথরে!
লোডশেডিঙয়ের রাতে পাতার শব্দের মতো ছড়াচ্ছে ভয়,
আমার এই চিরচেনা রাস্তায়!
শোন আমার আমিরা আজ ছেড়ে যেয়োনা আমায়!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.