নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

বিদায় বার্তা

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

কতোবার আসন্ন বিদায় বলেছ তুমি!
বিদায় বলেছি আমিও!
হাতে নিয়ে মৃত তিমির দুঃখ সব,
মনে আছে তোমার? কতবার ক্যলেন্ডারের লাল পাতা,
চোখের জলের ক্ষারে জারিত হয়ে খসে গেলো!
লাল গোল দাগওয়ালা ছুটির দিনগুলো,
ফুলে গেলো তোমার চোখের মতো কান্নার জল মেখে,
মনে আছে! নাকি ঘুমিয়ে পড়েছ,
ড্রয়ারে উঁকি দিচ্ছে স্লিপিং পিল, নেশা নয় আকাঙ্ক্ষায় ঘুম।
চলে যাওয়া রকেটের ধোঁয়া, ভুলে যেতে দাও,
আসবো আবার ফিরে, প্রশ্ন করোনা আর!
কেইবা বাঁচে বলো খুব বেশিক্ষণ বায়ুমন্ডল থেকে দূরে!

কতোবার বিদায়ী ঘোষণায় পুড়ে ছাই হলো সিগারেট,
তার ভারে কাঁদে আনকোরা অ্যাশট্রের স্টীল!
উত্তাপ! উত্তাপ! লাভা দিয়ে ভরে গেলো,
স্রোডিনজারের খাতা! বাক্সের ভিতরে কিছু নেই,
কেউ নেই! তবু জানি তুমি আছো!
কেউ নেই দিবে ফুল নদীটার কবরে! শুধু জমে জল,
চোখের কোটরে! কর্ণিয়ার গভীরে দেখি কৃষ্ণবিবর!

কতোবার বিদায় বলেছ তুমি, রাত বারোটায়,
অথবা দুপুরে, ঘড়িটা করে টিকটিক,
নেই তার হিসাবের ঠিক!
পড়ন্ত বিকালে ফিরে আসে পেঙ্গুইন ডানা ভাঙ্গা তার!
হেলানো ঘড়ির কাঁটা, আত্মা খাঁচার ভিতর ডানা ঝাপটায়,
বারেবারে বলোনা বিদায়!
কষ্ট হয়!
ঠান্ডায় জমে যাওয়া পাখিটার মতো খুব কষ্ট হয়!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ------------

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

এস সুলতানা বলেছেন: বেদনার্থ অনুভূতির প্রকাশ

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল লেখা

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.