নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

নরক

০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২

আজকাল প্রতিদিন সকালে,
ঘোরের বশে নরকের ঘুপচিতে ঘুরে আসি,
নিয়মিত খসে পড়ে রক্ত মাংস হাড়! মমির মতো বিসদৃশ!
অদৃশ্য চোরা হামলায় ঝাঁঝরা সৈনিকদেরও রক্ত লাল,
চালুনির মতো কয়েক হাজার ক্ষত নেয় এ শরীর,
তাজা রক্ত চুয়ে পড়ে হৃদপিন্ড থেকে।
লাল রক্ত বালতিতে ভরে ছড়ায় হোলির আবীর,
নরকের প্রাচীন রক্ষক, কিছু মাংশাসী জীব, তাজা ঠোঁটে,
লেগে থাকে পচা মাংসের ঢেঁকুর!

পারমাণবিক মাশরুম জ্বলে পুড়ে করে অঙ্গার,
বিদ্যুতে জ্বলে যায় জঙ্ঘাস্থির হাড়। তবুও সময় কাটাই,
জাহান্নামের আগুনের ভিতর!
পিপাসার পানিতে মেশানো সায়ানাইড, শিরার গভীরে বিষ-
ধীরে ধীরে হচ্ছে জমা, জিহবা ঠোঁট গাঁড় নীল,
অ্যাকুয়ামেরিন ব্লু! জেনে শুনে টেনে নেই বিষ প্রতিদিন!
নীলকন্ঠ নই, নেই অমৃতের লোভ! ডাকে মৃত্যু-
অনিবার্য, পুড়ে যায় পায়ের পাতার ত্বক! কী পাশবিক রোদ!

নরকেও মরবোনা, মনুষ্য জন্মের এই ভ্রান্ত অহংকার,
বিপ্লবের ব্যর্থ ইশতেহারের মতো দাউদাউ করে পুড়ে,
রাস্তার আবর্জনায়। বোধে আসে উত্তাপ চামড়ায়!
আমার শরীরের অন্তঃস্থিত অঙ্গে, মিশেছে বারুদ।
ঘষা লেগে জ্বলে যায়! জ্বলে যায়!
ভিতরে আগুন, বাইরে আগুন! কেমনে নিভাই!

ড্রেন দিয়ে হাঁটি, সাথে হাঁটে কীট, গড়ায় লার্ভারা,
নাক মুখে ঢুকে যায় কালো পাঁক! তীব্র বিবমিষা নিয়ে-
বেঁচে থাকি আজকাল।
পাতালের গরমে অস্থির ভলকানিক খনির গুহায়,
কালো ধোঁয়া, আগ্নেয় পাথরের স্তুপ, চেপে ধরে শরীর!
বারেবারে জীবন্ত সমাধি! বেঁচে থেকে মরে যাওয়া,
নারকীয় অভিশাপ!
হায় ঈশ্বর! মর্ত্যে নরক দিলা, স্বর্গ দিলানা!
সংকুচিত ফুসফুস পায়না প্রসারণের পর্যাপ্ত বাতাস,
হাঁসফাঁস! কোথায় হারালো আমার আজন্ম নিঃশ্বাস!
তবু এখনো বেঁচে আছি! রেডিয়াল পালস করে ধুকপুক,
নিজেরই হয়না আর বিশ্বাস।
কি অদ্ভুত এই বেঁচে থাকা!
দেয়ালে দেয়ালে প্রবঞ্চকের দেয়া মিথ্যা আশ্বাস।

নরকের রুটিন মেনে এখনো কত লোক লাগাচ্ছে হাত,
চলছে গাঁথুনি করোটির পিরামিডে! তৈমুর হাসে!
দিচ্ছে পাহারা তার কুকুরের প্রেতাত্মারা,
ভৌতিক বুড়িগঙ্গার জল! আটকে পড়েছি জালে,
ছটফটে জড়ায় শরীর আরো জোরে নরকের গহবরে।
টেনে নিচ্ছে অতলের মানুষেরা,
ধীরে ধীরে অনেক গভীরে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন

২| ০৬ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.