![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধ চোখের পাতা, বাতাসের শব্দ শুনি,
শুনশান নীরবতা, চৈত্রের মাঠের মতোন।
কেউ নেই মানুষেরা,
নেমেছে ভাগ্যের শনি, পৃথিবীর ঘাসের উপর!
ভোজবাজি হয়ে কোথায় হারালো তারা,
এই শহরের শব্দের ফেরিওয়ালা যারা!
প্রবীণ নীলাভ গ্রহ, বদলেছে তার চিরায়ত রুপ,
এখন সন্ধ্যার অন্ধকারে জ্বলেনা নিয়ন বাতি,
ফুটপাত নিয়েছে দখল নিঃশব্দের ধূপ!
২| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২
নেওয়াজ আলি বলেছেন: সুশোভন ও শ্রুতিমধুর লেখা
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: আপনি কি সুন্দর কবিতা লিখেন।
আমাকে শিখিয়ে দেন- আমিও কবিতা লিখতে চাই।