নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

চৈতালী প্লাবন

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৭

চৈত্র মাসের প্রথম বৃষ্টি, সোদা মাটি ছাড়ে গন্ধ,
শুকতারা তাই মঞ্চ পায়নি, শহরটা আজ বন্ধ!
দুমদাম চলে দমকল গাড়ি,
মেঘ ও আকাশের পর্দা উড়ছে খুব আড়াআড়ি।
সকাল থেকেই তার খবর দিচ্ছেনা কেন কেউ,
মনে মেঘটা কৃষ্ণকালো, তার সাথে আজ আড়ি!
ঝড়ের সাথে যাচ্ছে ভেংগে মেঘ পাথরের ঢেউ,
এ শহরে আগুন লেগেছে, দেখতে পাচ্ছ কেউ?
জ্বলছে আগুন অনির্বান!
কয়েকটা জোকার বিলাচ্ছে ত্রাণ;
তালি আর তালি, জলের সাথেও উড়ছে বালি।
আর কতগুলো বোকা গিয়েছে আগুন নিভাতে,
দেদারসে তারা বিলাচ্ছে প্রাণ! নেই কোন ভয় ডর!
জীবন থামবে মৃত্যুতে! গৃহে নাগরিক ভয়ে জর্জর!

শুনতে পাচ্ছ ওহে মহাপ্রাণ,
কাতারে কাতারে মরছে মানুষ তোমারই তো সন্তান!
এই পানি আগুনে মেখে, শেষ সঞ্জীবনী বৃক্ষ থেকে,
আর একবার, লিখে মায়ার দর্পণে ক্ষমার আচড়ে,
হে মায়াময়! অমৃতধারায় অদৃশ্য প্লাবন দাও ঢেকে।
আরেকবার মৃত্যুঞ্জয়ী হোক,
তোমার অস্পৃশ্য সন্তানের তীব্র জ্বলন্ত চোখ!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.