![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যা দেখাও, আমি শুধু তাই দেখি,
তুমি যা শুনাও, আমি শুধু তাই শুনি!
দাসত্বের প্রেম নাকি প্রেমের দাসত্ব,
নাকি প্রেম প্রেম খেলা লোককে দেখানো,
মৃত্যু তো দরোজায় দিচ্ছে উঁকি নিঃশর্ত!
আমিতো দাসের দাস, তুমিই অধীশ্বর,
মরিচা জমে অকেজো সবকটা নিউরন,
বহুদিন মগজটা কাজ করেনা ঠিকমতো,
তুমি যা ভাবাও আমিও তো তাই ভাবি,
ভাবনা কি তবে আর! আমিতো নির্ভার!
লেয়ারে লেয়ারে প্রেম জমে আছে কতো!
তুমি যা বুঝাও, আমি শুধু তাই বুঝি,
নিশ্চিত পতন জেনেও খাঁটি অমৃত খুঁজি!
তুমি তো বলেছ সব জমা আছে ভান্ডারে,
অমৃত মেশানো শরবত, সঞ্জীবনী মদ,
ভয় নেই! ভয় নেই আর!
পারতো হবেই তাতে বহু কলিকাল,
পোকামাকড়ের ঘরে আসবেনা আকাল।
তবু প্রলয়ের কাল এসে গেলে,
দেখি অমৃত নয় মিথ্যা আশ্বাসে জমিয়েছো,
নর্দমার পুঞ্জীভূত জল, নিঃশেষ তৃষ্ণার পানি!
অমৃত সেতো এক ডাহা মিথ্যার নাম!
ছিড়ে নিতে হৃদপিণ্ড আমাদের,
ঘরে আজ চুপিচুপি পৌছেছে আততায়ী!
২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
কবিতা পড়ে ভালো সময় কাটানো যায়।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: কবিতাটা আমার খুব ভালো লেগেছে।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।