নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

কেউ নেই জেগে

১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২২

কেউ নেই জেগে আর,
এই অশীতিপর বৃদ্ধ পৃথিবী,
ঝিমাচ্ছে পূর্ণিমার ঠান্ডা আলোয়!
শুধু শুধু জেগে বিলোপকে দিচ্ছি পাহারা,
তুমি আর আমি!
এ চন্দ্রসুধা পান করে আজকে নীরব কেন,
স্বর্গের কিন্নরী!
কে না ভয় পায় মরণের মতো নিঃস্তব্ধতা?
পিদিম নিভিয়ে আচ্ছন্ন ঘুমে,
মহানগরীর আদিম দেবতা!
শুধু তুমি আর আমি জেগে আছি,
সংক্রমণে কাপছে শহর বুঝি?
শোন তার কম্পমান হৃদপিন্ডের গতি,
ভূমিকম্পের মতো শব্দে কাপাচ্ছে বাতাস,
যেন এলোমেলো গতির বেপরোয়া বাস,
মেনে দূর্ঘটনার নিয়তি,
এখুনি ধাক্কা খেয়ে থেমে যাবে হায়,
ভয় হয়!

ঘুমিয়ে সবাই, শুধু জেগে তুমি আর আমি,
চিলতে জোছনার আলো,
তোমার গালে মাত্রই ছুয়ে দিল!
এসো অন্ধকারের জলে হয়ে যাক স্নান,
এই জনপদ মৃত্যু ভয়ে কাপে থরথর,
হালকা বাতাসে শুধু তারই অপেক্ষা আপ্রাণ!
ভয়কে সরিয়ে রাখো গেলাসের ভিতর,
অন্তিম আসবেই আজ কিংবা কাল!
যে নদী গিয়েছ মরে, না-হয় আসুক আজ ফিরে,
মৃদু স্রোতে বয়ে যাক শূন্য রাস্তাকে চিরে,
মানুষ বিরামে আছে মধ্যরাত্রিতে,
রাস্তারা শুনশান!
এসো নদী এসো, চলে যেও ভোরে,
খুব শখ হাটব জলের বুকে বহুদিন পরে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা

২| ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.