![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝেমধ্যেই মরে যেত,
কিছু মানুষ এপাড়া, ওপাড়া,
সন্ধ্যারাতের বুক কাঁপানো ‘হরিবোল’
অসময়ে কাফনে মোড়া সাদা শবের ভার,
ভোর রাত্রে মাইকে হঠাত জানাজার ঘোষণা,
সবার কাছেই কেমন একটা অনভ্যস্ত ব্যাপার!
সব মিলিয়ে মাঝে মাঝে এইসব শোক কষ্ট দিত,
ফেটে যেত বুক! আবার ভুলে যেতাম,
রাস্তায় হাঁটতাম,
সময় হতো ধীরে ধীরে আগের মতো,
তারপর পুনরায় জীবন ফিরে পেত-
নিজস্ব তাল আর লয়! যেন কখনো হয়নি প্রলয়!
অবুঝ মানুষ মাতাল হতো পুতুল খেলায়,
ভুলে যেত সব অনেকেই,
মস্তিষ্কের এই সব ভুলে যেতে হয়!
গত কিছুদিন, বিগত কিছু মাস,
অনেক মানুষ হচ্ছে বিলীন,
যাচ্ছে মরে কাতারে কাতারে! স্তব্ধ নিঃশ্বাস!
আগের মতো নয়তো এটা, বলছে নিউজ চ্যানেলটা,
আবদ্ধ ঘরে সবাই যেন মৃত্যুর অপেক্ষায়!
হচ্ছেনা আর পুতুল খেলা, চোখের সামনে শবের মেলা!
সব খেলাঘর যাচ্ছে ভেঙ্গে,
এখন সবাই তাকিয়ে দেখি আপন আপন ঘাড়ের পাশে,
হায়রে মরণ, আমাদের সাথেই ছিলি চিরকালই,
জন্ম থেকে অদ্যাবধি,
বুঝিনি কেন আগে?
দেখিনি কেন আগে!
২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮
নেওয়াজ আলি বলেছেন: Excellent
৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন, সময়ের সনদ।
পোস্টে প্লাস +।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।