নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

প্যান্ডেমিকের প্রান্তরে

১৩ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:২১


একদিন অদৃশ্য ভাইরাস ফিরে যাবে ঘরে,
লাইনে দাঁড়ানো বিধ্বংসী ট্যাংক যেভাবে পুড়ে যায়,
ক্ষয়ে যাবে সেভাবেই জং ধরে,
স্থল মাইনের আঘাতে নয়, আমাদের রক্ত মাংসের প্রতিরোধে,
মেনে নিবে পরাজয়! হবে অকালে বেহিসাবি লোকক্ষয়!
হয়তো স্মৃতিস্তম্ভ আর কবরের সারিতে,
দূর্বাঘাসে ঢাকা নামফলক ও জুটবেনা কপালে কারো,
নিভে যাবে বহু সাদা এপ্রোন নিয়ে অনাকাঙ্ক্ষিত তিরস্কার!
কালো মাটি শুষে নিবে অগণিত মৃত শব উত্তপ্ত অন্দরে,
গণকবরের সাথে মানচিত্রের হবে তীব্র অভিস্রবণ!
তবু একদিন দেখো ভাইরাস ফিরে যাবে,
অদৃশ্য হবে! নিশ্চিহ্ন হবে! পরাজিত হবে! মরে যাবে!

কিন্তু আমাদের পালিত হায়েনার দল! তারাও কি চলে যাবে?
মাংসের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের জান্তব উল্লাস,
পাশবিক চিক্কুর বন্ধ হবে তখন?
আমরা কি ফিরে পাবো নাগরিক শান্তির ঘুম?
লাল চাঁদ বিঘত হলুদ ফুল হয়ে ফুটবে তো জলের ছায়ায়,
নাকি সেটাকেও ছিঁড়ে ফালাফালা করে খাবে,
আমাদের মস্তিষ্কের গভীরে লালিত একদল হিংস্র বন্যকুকুর!
চলে গেলে ভাইরাস, জিতলে লড়াই, পরিশুদ্ধ হলে বায়ুমন্ডল,
ফ্রয়েডীয় আগ্রাসন কমবে কি শান্তির মুক্ত বাতাসে?
ভয় হয় মানুষের মনে নতুন দানব জন্মাবে নাতো,
জ্বালাবে আমাদের সংশ্লেষিত গ্যাসের বিক্রিয়ার আগুনে!
কারণে বা অকারণে! বিশ্রী সে আগ্রাসন পোড়ালে এ মন,
কোথায় শান্তি পাবে বলো!
ভাইরাস সেতো চলে যাবে ঠিক দিন, মাস,বছরের পর!

ভাইরাস পরাজিত হবে একদিন হয়তো বহু সংগ্রামের পর,
মুক্ত হবে চাকচিক্যময় নগরীর রোদ,
অনেকেই থাকবনা আর, মিশে যাব ক্লেদে অভব্য নিয়তিতে,
সবাই তো টিকেনা যুদ্ধের কালপঞ্জিতে!
তখনো হয়তো রমণীরা জড়িয়ে ধরবে সুখে পুরুষের বুক,
ঘোরতর অশান্তির মাঝেও কিছু লোক খুঁজে নিবে সুখ!
জমানো বিদ্বেষে উন্মুক্ত ছুরি তখনো কি ফুড়ে দিবে-
বন্ধুর বুক, ভাইয়ের হৃদয়?
একখানা ছেড়া রুটী জন্ম দেবেনা তো গোষ্ঠির সংঘাত!
রাস্তায় রক্তের ছোপ, নোনা গন্ধ ছুঁয়ে দিবেনা তো আবার,
নবজাতকের শরীর!
তারা পিতার রক্তে রঞ্জিত হবেনা তো বারবার!

প্রিয় মানুষেরা!
চলে গেলে মহামারী, হায়েনা সামলে রেখো,
ছুরিটা আগলে রেখো,
চাঁদটাকে ভালোবেসো, সামলে রেখো দাঁতাল শিকারী কুকুর,
যদি পার ভালোবেসে লিখে ফেল কবিতার হাজারটা শ্লোক!
চোখে রেখো নক্ষত্রের মিটিমিটি বাতি জ্বলা রহস্যের দ্যুলোক,
দেখবে সেখানে জেগে আছে তোমার পূর্বপুরূষের চোখ,
কিছু বিস্মৃত স্মৃতি মানবের, মানবীর,
অপূর্ণ ভালোবাসা, একদিন দুম করে মরে যাওয়া!
যদি পারো মনে করো তাদের নিভৃতে,
আর সামলে রেখে মনের অবাধ্য হায়েনা; ভালোবেসো,
পাগলের মতো ভালোবেসো!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০২

নাসরীন খান বলেছেন: অসাধারণ।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

নেওয়াজ আলি বলেছেন:   সুচিন্তিত  প্রকাশ, ভালোই ।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগদ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.