![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাপা ক্রোধ নিয়ে ফুঁসছি শ্বাপদের মতো, আমি অভাগা বিড়াল,
অদৃশ্য খাঁচার শিক ঘিরে আছে, বেঁকে আছে পুরানো ইস্পাত,
ক্ষুরের মতো শরীরের চারিধারে খেলা করে বায়বীয় ধার,
কামড়াতে গেলে অভ্যাসের বশে, স্রেফ ভেঙ্গে যাবে দাঁত!
নিজেকে মুক্ত জেনে এতকাল বেড়ে উঠেছি খামারে,
হঠাত সকালে দেখি জেগে, নিয়ে রাজ্যের ঘুম চোখের পাতায়,
নড়ে নাতো পা গুলো, কে যেন রেখেছে বেঁধে অদৃশ্য কবজায়!
কতো হাঁসফাঁস করলাম, তবু নিষ্ঠুর শিকল ছিড়লো না,
ঘুমের ঘোরে স্বপ্নেও বাঁধা থাকি আমি, এক দুঃসহ যন্ত্রণা,
এই শোকে নষ্ট হচ্ছিল সকালের ঘুম, কাঙ্ক্ষিত নাস্তাটা!
কি জানি কি ভেবে,
সেদিন জানালায় উঁকি দিয়ে ভিজতে গিয়ে অসময়ে আষাঢ়ে,
পেলাম টের, আমি শুধু একা নই, তোমরাও সবাই মিলে,
বন্দী রয়েছ একই শিকলের প্যাঁচে,
পুঁতিগন্ধময় জঘণ্য ভাগাড়ে!
ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট।
২| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।
ভালো থাকুন।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২
নাসরীন খান বলেছেন: অসাধারণ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: তবুও আমাদের শিক্ষা হবে না। আসলে সাপ সোজা হয়ে গর্তে ডুকলে মানুষ হয় না।