নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

মেঘ বিকালে বনবাসী

০৭ ই মে, ২০২০ রাত ৮:৪৫

মেঘ নিয়ে যাও! মেঘ নিয়ে যাও!
ছাদের উপর জমানো জল,
শান দেওয়া ঝকমকে ছুরির মতোন তীব্র আক্ষেপে,
পায়চারি করো; দলভ্রষ্ট হরিণীর সাথে-
তুমিও তো এখন!
কালো আইরিশে কষ্টের কার্বন লক্ষ বছর জমে,
হীরার আকর হয়ে জ্বলে টলমল!
চলো মেঘদের বেচা কেনা করি,
আকাশের কান্না পেলে সেও দেখায় আবেগ,
তুলোর মতোন পেঁজা পেঁজা দুঃখের মেঘ।
হাতির পালের মতো বৃংহিতে আসে যায়,
অনেক মেঘেরা!
যুথচারীদের গর্জনে কম্পিত পৃথিবীর মন,
তবু সন্ধ্যাচর মেঘেরা তোমারই নিজস্ব জন!
কখনো হৃদয়ের ভাঙ্গা স্তম্ভের মতো খসে পড়ে,
মেঘের মাহুত!
ধুপধাপ শব্দে তার কেন কাঁদো অগোচরে সবার?
যাও মেঘ কিনে আনো,
স্যাঁতস্যাঁতে শ্যাওলার ছাদে!
বুড়ো টিকটিকি চুপিসারে দিলে উঁকি,
মিটিমিটি হেসে মেঘ এনে ফেলে দাও চাঁদোয়ার মতো,
প্রিয় ছাদটার মরিচা জড়ানো রেলিঙের উপর!
ধুলার দুঃখিনীরা এমন করেছে কতো,
পারিজাত বনে! কিনে আনো কিছু মেঘ কষ্টের দামে!
অনেক তো জমে আছে হৃদয়ের রুদ্ধ ভল্টে,
গুপ্তধনের চকচকে স্বর্ণ মুদ্রার মতো কষ্টের স্তূপ,
প্রতিদিন মেঘ কিনে শেষ করে ফেলো সব!
বিকালের সান্ধ্য আলোয়, শূন্য করো সঞ্চিত কষ্ট যত,
অমিতব্যয়ীর মতো!

হালকা পাখির মতো উড়ন্ত ছোপছোপ মেঘেদের পাল,
তোমার পাগল চুলে নেই ক্ষতি ছুঁয়ে দিলে,
ধরে এনো হাত মেলে!
মাতাল বুনো ঘোড়া হয়ে কিছু মেঘ ঝড় আনে,
এমন তো কতো ঝড় আসে অকারণে,
মনের গহীনে!
তাদের জাপটে ধরে আনতেই পারো,
তোমার একান্ত ব্যক্তিগত বৈকালিক ছাদে!
সবগুলো মেঘ তুমি পুষতেই পারো আকাশের নীলে,
ক্ষতি নেই তাতে,
জল হয়ে যদি কষ্টেরা নামে উপসাগরের জলে!
যেসব মেঘ পুড়ে যায় ডুবে যাওয়া সৌরআলোয়,
লাল কাঁকড়ার মতো করে ছটপট অসহ্য উত্তাপে!
তাদের ও কি মন তোমার মতোন,
অঙ্গার হয়েছিল হঠাত আগুনে?
কিনে নিও তাদের না হয় তোমার নিজস্ব বিকালে,
দুঃখের ভাগ নিয়ে উষ্ণ বরফের মতো গলে যাবে তারা,
দুঃসময়ের বনবাস কালে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।
বাইরে খুব বাতাস। গুড়ি গুড়ি বিষটি পড়ছে।

০৮ ই মে, ২০২০ রাত ১২:৩১

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মে, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: কবিতার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবিও দিয়ে দিবেন। ভালো লাগবে।

০৮ ই মে, ২০২০ রাত ১:১৪

স্বর্ণবন্ধন বলেছেন: সুপ্রিয় ব্লগার এখনো ভিপিএন ছাড়া ঢুকতে সমস্যা হয়। সব সময় মসৃণ ভাবে করা যায়না। আপনার উপদেশ মাথায় রাখব।

৩| ০৭ ই মে, ২০২০ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম কবিতা পড়ে মন্তব্য করতে। কিন্তু আগ্রহ বশত খোঁজ নিয়ে দেখলাম আপনি শেষ দশ/বারোটা পোস্টে কোনো ব্লগারের মন্তব্যের উত্তর দেননি। জানিনা তারো কত আগে আপনি শেষ উত্তর দিয়েছেন। হয়তো আমার এই কমেন্টের উত্তরো আপনি দেবেন না। নাইবা দিলেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু উত্তর না দিয়ে সেটা ব্লগিং হয় কেমনে, বিষয়টি নিয়ে সংশয়ে পড়ে গেলাম।

০৮ ই মে, ২০২০ রাত ১২:৩৫

স্বর্ণবন্ধন বলেছেন: কিছু মনে করবেন না সুপ্রিয় ব্লগার। সারা বিশ্বের কোভিড লড়াইয়ের মতো আমাকেও লড়তে হচ্ছে সামনা সামনি। ইচ্ছা থাকলেও সুযোগ হয়না এখানে ঢোকার সবসময়। অবশ্যই প্রতিটি মানুষের পরিপ্রেক্ষিত আলাদা, এটাই স্বাভাবিক। তবে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি নিতান্তই পেশাগত ঝামেলায় পাড়ি নাই। ভবিষ্যতে খেয়াল রাখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.