নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

আলো ও ছায়ায়

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

শার্সিটা তুলে দিয়ে যাও; ভাংগা কাঁচে লাগে সব ঘোলা,
আলখাল্লায় ঢাকা জরাজীর্ণ ঘর, একটা বিমান পড়ে গেলো,
নাকি দূরে সরে গেলো রাতের রানওয়ে!
কানা ফাটা নিহত চিৎকার,
খোল শার্সিটা! পাখির মতো উড়ে আত্মারা আসুক আবার!
আলোছায়া পেলে বাড়ে সদ্যোজাত চন্দন চারার মতো,
প্রেম জীবিত ও বিগত! কতোকাল তার-
নেশাতুর সুগন্ধি নাসারন্ধ্রে আসেনা, চেপে আছে সব,
মৃতের হাড়ের মতো শুষ্ক ক্ষরায়! খুলে দাও শার্সিটা!
এখানে অপেক্ষা আর জুড়ানো চায়ের কাপের মতো,
গোণেনা পায়ের শব্দের গ্রামোফোন রেকর্ডিং!
শুধু পর্দায় ঘোলা আলো, অচেনা আকাশ,
মধ্য রাতের কাঁপা হাতে ঠকঠক! বাজে পুরাতন কাঁচ,
শার্সিটা খুলে দাও! দেখি কারা যায় আসে!
মানুষ না অশরীরি! প্রেম নাকি সন্ধ্যার পথিক,
কে যায় অস্তরাগে?
দিয়ে যাও আলো বিনিময়ে পাবে কিছু গুমোট ছায়া,
মিছেমিছি বারান্দার এমাথা থেকে ওই মাথা-
হেঁটে যাওয়া।
পুরোটা পচেনা জীবন কখনো,
কিছু তার ঢাকা আদিম ছায়ায়, বাকী টুকু মৃদু কালো!
অন্ধকার নেমে এলে কারা যেন শুরু করে হাঁসফাঁস,
দেখিনি! শুধু শব্দ শুনে টের পাই অস্তিত্ব জীবনের,
দেয়ালের ওপারে,
পুরাতন কাগজে বালুঢাকা রাফায়েলের যীশু হাসে,
পৃথিবী এখনো নাকি নিতান্তই শিশু!
দুঃখবিলাসে মাতে তবু প্রেতলোকে সবাই,
ভালোবাসা খুঁজে যারা হিংস্র ভাবে মরেছিল নিশাপুরে,
হৃদপিন্ড জবাই হলো, অ্যাজটেক মন্দিরে,
রক্তাক্ত শরীর নিয়ে জাগে আধা চাঁদ!
তারাও কে দেয় টোকা পিশাচ তিথিতে মগ্ন জানালায়?
কাঁপছে বাতাস, স্নায়বিক শিরশির, আমিও পাচ্ছি টের,
খুলে দাও শার্সিটা! জমে আছে কথা ঢের!
ক্রীড়াচ্ছলে ভাসে নিষ্প্রভ আরশোলার বাদামী খোলাটা,
মরে মমি হয়েছে কবে কোন কালে;
ভালোবাসা মরে জমে গেলে, জন্ম নেয় ধ্বংস অকালে!
আকন্ঠ তাতে ডুবে ঘাস খায় মায়াবিনী রাজহাঁস,
পুরোটা জীবন জলে ভেসে, তবুও এতোটুকু ভিজেনা সে!
মানুষেরা অনেকটা তাদের মতোই,
আজন্ম প্রেম খুঁজে ডুবে মরে বিরহের জলে!
খূলে দাও শার্সিটা! এ আলোছায়ায় কুহকিনীর কালে,
সাধ জাগে চোখ মেলে সেইসব দেখি!
ঢুকে পড়বে দ্রুত নিরবিচ্ছিন্ন ফোটন,
নিয়ে যাবে গুমোট ঘরে সঞ্চিত সমস্ত হ্যালুসিনেশন!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ১৩ ই মে, ২০২০ ভোর ৪:২৬

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।।

৩| ১৩ ই মে, ২০২০ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন: এটাও চমৎকার হয়েছে! আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.