নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

সহজপাচ্য প্রেম

২৫ শে মে, ২০২০ সকাল ১১:৫৮

কতো ভালোবাসা মরে যায় প্রতিদিন রাতে,
রেলের ঘুপচি ঘর, সম্রাটের অলিন্দ, রুপসীর নিলয়,
সব ধান কাটা মাঠের মতো ফাঁকা!
অশোকের গৃহত্যাগে কেউই মূহ্য হয়না শোকে,
এলোপাতাড়ি কাটাছেড়া বুকে প্রাকৃত জনের প্রেম,
আর কতোদিনই টিকে? ফুস করে উবে যায়,
ঝড়ের বিকালে নিষ্পাপ বল্লরী!
শুধু অক্টোপাসের আলিংগন পালংকে, মেঝের চটে,
তীব্র ক্ষোভ! কে কাকে ঠকায়? ভালোবাসা স্বল্পায়ু,
প্রেয়সীর উষ্ণ ছোঁয়া পেলে, দ্রুত পচে যায়!

অভিনেত্রী তিনি অমৃতভাষিণী, মৃত টিউলিপ শুকে,
জানলেন মধ্যজীবনে, প্রেমে থইথই ইন্টারমিশনে,
ভালোবাসা শুধু মিলে অভিনয়ে!
ধবল বান আসেনা এখন রাতে; ইউনিকর্ন পেয়েছ-
কখনো তুমি? তারাও পায়নি, শুধুই শুনেছে!
মহোৎসবে ঝাপ দিয়ে টুপটাপ ওরা কিছুই তো পেলোনা,
এতোগুলো রাত মিছে ডুব দিয়ে! রূপালী মাছের আইশ-
হাতে এসে ভেসে গেলো, কিছুই পেলোনা!
শুধুই কি নিশির ডাক ছিলো; ঘুমঘোরে তীব্র পাগলামি?

তবুও তো কতো লোকে ভালোবেসেছিল; আজো বাসে,
সুনিশ্চিত পাগলামি, ভাসতে না জেনে ডুব দেয়া জলে!
ময়ূরের মতো নেচে নেচে! কি হবে?
ভালোবাসা নিত্য পাচ্য সবজির মতো মরে পচে যায়,
কয়েকটি কাব্যিক বিজ্ঞাপন! কতোটুকু বাস্তবিক তার!
হরপ্পার ব্রোঞ্জের বালিকা নিশ্চুপ মুদ্রায়,
কি গূড় সত্য জানে সে? একই নাটকের পুনুরাবৃত্ত-
রিহার্সেলে বিতৃষ্ণ আত্না; চেপে রেখেছে ঢেঁকুর!
তবু এখনো আড়ালে পায়ের নূপুর, এলোকেশে প্রেম,
ঝংকৃত করে রাজপথ! হৃদয়ের শাস! নিঃস্ব বিশ্বাস!
প্রতিটি সূচিত নাচ শেষ, নর্তক নর্তকীর দম হলো ক্ষয়,
তারা কেউই নটরাজ নয়,
প্রাপ্তির পানাহারে মাত্র দিতেই ডুব, শেষ সুমিষ্ট বচন,
পচা ভাতের বুদবুদের মতোই শুরু প্রেমের পচন!

সম্পূর্ণ অবশ করা ক্লান্তি, অবসন্ন পূর্ণিমায়,
পূর্ণাংগ ভালোবাসা ঠিকই মরে যায়!
নশ্বর সবই নশ্বর, গ্যারান্টি শব্দটা তীব্র ভাবে মেকি,
মরে গেলে তাকে তুমি অমরত্ব দিতে,
তবু সেও মরে গেলো! মরে গেলো না কি?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৬ শে মে, ২০২০ ভোর ৪:৫৬

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ ও ঈদ মোবারক

২| ২৫ শে মে, ২০২০ দুপুর ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছন

২৬ শে মে, ২০২০ ভোর ৪:৫৭

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ ও ঈদ মোবারক

৩| ২৫ শে মে, ২০২০ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক

২৬ শে মে, ২০২০ ভোর ৪:৫৮

স্বর্ণবন্ধন বলেছেন: ঈদ মোবারক, নিরাপদে ও সুস্থ থাকুন।

৪| ২৮ শে মে, ২০২০ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: আহ! সুধাময় কাব্য পেয়ালা! হেমলকে ঠাসা!

২৯ শে মে, ২০২০ রাত ১২:৫২

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.