নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

বিস্তীর্ণ অতল

২৯ শে মে, ২০২০ রাত ১২:৫৫

দরোজাটা আটকে গেলো দুমদাম!
জানালায় আলো নেই, বস্তুত সূর্য্য অনুপস্থিত,
তীব্র অন্ধকার গিলে খাচ্ছে সবকিছু!
পার্থিব শরীর থেকে শুরু করে অপার্থিব মন,
সবই তো অন্ধকার করে নিলো গ্রাস,
মৃতভোজী পোকাদের হাহাকার,
বাসি বাতাসের মতো চুপ; তবু আছে ত্রাস!
সম্রাটের অলঙ্ঘ্য প্রাসাদের জালি করা ছাদ,
অর্থহীন! শুধু ছোপ ছোপ অন্ধকার,
শুয়োপোকার মতো কিলবিল করে আসছেই,
পতনোন্মুখ পংগপাল, ক্ষুধা সর্বগ্রাসী,
চামড়ার রন্ধ্র দিয়ে ঢুকে শুষে খাবে সব,
পেশীরা বিকল! ‘জোয়ারে ডুবে যাও’ বলে,
আলোরা পালালো,
এখন গহ্বরে শুধু পাঁকে মেশা জল,
তবুও জীবন বাঁচে, খন্ডিত কীটের কিলবিল,
এখনো সচল!

অনেকটা সুক্ষ তন্তুর জালের মতো,
উজ্জ্বল অন্ধকার! তোমাকে আমাকে ভিজিয়ে-
দিচ্ছে! অদৃশ্য তবু অনুভবে বিষ,
গুইসাপের উগরানো লালার মতো ভেজা ক্ষত,
ছড়িয়ে পড়ছে; বদ্ধ কুঠুরী জীবন্ত মনে হয়!
একটা অন্ধকার প্রেতযোনি থেকে নেমে এলো,
শীতল আলিঙ্গন; ভয় ভয়ে মরে ভুত,
যযাতির শ্মশানে অপেক্ষমান মুখাগ্নির শিখা,
নিভে গেলে মহাবিশ্বকে ঢাকে যে,
দুর্মর অন্ধকার, তার মতো,
এই প্রাসাদ অশরীরি! রাজা অশরীরি!
আমি নশ্বর!
দরোজা বন্ধ! আটকে পড়েছে কোলাহল!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ রাত ১:৩৫

ত্রিভুজ~ বলেছেন: বোঝার চেষ্টা করছি..

৩০ শে মে, ২০২০ ভোর ৫:১৩

স্বর্ণবন্ধন বলেছেন: কবিতা মাঝে মাঝে বোঝা না বোঝার মাঝে বাচে।

২| ২৯ শে মে, ২০২০ ভোর ৫:০৯

নেওয়াজ আলি বলেছেন: এই সময় মরণের দরজা খোলা

৩০ শে মে, ২০২০ ভোর ৫:১৩

স্বর্ণবন্ধন বলেছেন: ঠিক বলেছেন একদম।

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩০ শে মে, ২০২০ ভোর ৫:১৪

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে মে, ২০২০ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার প্রান আছে, প্রতিটি লাইনে লাইনে অনুভবনীয়....

৩০ শে মে, ২০২০ ভোর ৫:১৪

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.