![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমলার ঝাঁঝালো মিষ্ট রসে জারিত লিকার,
হালকা ছোঁয়ার মতো উবে যাচ্ছে,
লাল তরঙ্গে ভাসছে এন্ড্রোমিডা কতো চমৎকার,
তোমার উষ্ণতা মেখে রেখেছে সুগন্ধী বাতাস!
কিভাবে ভুলবো বলো অমরত্বের স্মৃতি?
এই মুহূর্ত মৃত্যুহীন! সঞ্জীবনী জলে তোমার নিঃশ্বাস!
সেই গন্ধ মেশানো হাওয়া ফুসফুসে নিয়ে ঘুরি,
তোমার অজান্তেই করেছি সিদ্ধহস্তে চুরি,
গোপনে গহনে আগলানো মায়াবতী আকাশ!
কমলার চায়ে মেশা ঘ্রাণ দূরতমা পদশব্দের মতো,
নিঃস্তরঙ্গতা কেটে যাচ্ছে চলে,
পরিযায়ী পদব্রজে! তবু দেখা হবে বারবার,
হয়তো আবার চায়ের কাঁপে ছুয়ে দিব উষ্ণ হাত,
মাঝে মাঝে অচিন আত্মাও খুঁজে স্তব্ধ প্রপাত!
তুমি তো সেই শুদ্ধতম সুর,
যেই আয়ত চোখ ভালোবেসে এসেছি-
এতোটা দূর!
ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট
২| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২০ ভোর ৫:৩৩
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লেখা