নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

রাত্রির অভিযাত্রী

২০ শে জুন, ২০২০ সকাল ৭:২৭


আরেকটা রাত বিগলিত অন্ধকার শরীরে মেখে,
ছায়াপথে মাকড়ের মতো নিঃশব্দে পার হয়ে গেলো!
কিছু আরশোলার নিঃসৃত তীব্র গন্ধ নাকে এসে,
পুনরায় ফিকে হয়ে গেলো! শৈশবের টয়ট্রেন,
এরই ফাঁকে হেলে দুলে নিয়ে এলো,
ভুবন ভোলানো মাঠ, কলমির কোলে শোয়া বৈরাগী-
ভ্রমর! আবার মিশেও গেলো কল্পিত ড্রাগন,
শুধু রোদেলা আগুন উনুনে জ্বলছে দেখে নারীদের-
কলপারে জলকেলি; ফোয়ারার মতো উচ্ছ্বল,
অপরিণত চোখে তারাও তো পরী; ডানাকাটা ছিলো!
তারপর তন্দ্রায় অতন্দ্রিলার মৃদু যাওয়া আসা শুরু,
ঝাপটানো স্পর্শে আজো তীব্র শীতের ছোঁয়ার মতো,
হই শিহরিত! পাশে থেকেও সে একান্তে বিবর্জিত!
তবুও মধ্যবয়সে তাড়া করে; ধাক্কা দিয়ে অন্ধকারে,
মধ্যরাতের তন্দ্রা মাটিতে মেশালো! ঘুম তো পন্ড হলো!
অবিশ্বাসের ত্রাসে ঝিমাচ্ছে চিরচেনা ওথেলো,
তবু ভয় হয়, এই বুঝি জেগে যায়! পাহারায় থাকি,
ঘুম এক বরফের পাখি; উষ্ণতা খুঁজে হারালো একাকী!
নির্ঘুম বলে জেগোনা দানবেরা রূপকথার শাবক,
বিনির্মাণে ব্যস্ত আছি তাসের ঘর; রাণীর অধিষ্ঠান,
সামান্য বাকি!

কালো ছাতা মেলে দিগন্তে উঁকি দিচ্ছে কাফকার শহর;
প্রতিদিন শতবার রূপান্তরিত হই পতংগে পরপর,
ঠিক নেই কোন! আশ্চর্যতম খেলা থামেনা কখনো!
তার চোখ ভাসে আকাশের চোখে,
বলে রাতজাগা কত লোকে! আমার হয়নি দেখা,
এক-দুই-তিনে অন্ধকার গুণি; শেষ স্বচ্ছ হ্রদ নাকি,
বাষ্পীভূত হয়ে উবে যাচ্ছে একা একা! হয়নি দেখা!
সামনে ধুন্ধুমার! বাজাচ্ছে দুন্দুভি তারা চমৎকার,
জানো নাকি?
প্রাসাদের অলিগলি অনুপ্রবেশে জর্জর;
কোমর দুলিয়ে আগাচ্ছে শতবর্ষী পাপ; সম্মুখে সমর!

আমিতো পতংগ হই, তুমিও তাই! প্রতিদিন ভোরে-
হতে হয় নির্বোধ! বিষের আভাসে নিরূপায় হয়ে বাঁচি,
কীটনাশকের ভয়ে থামেনা কখনো কীটের জীবন!
ভিতরের নটরাজ নৃত্যে উন্মনা হলে উতলা বাতাসে,
চেপে ধরি গলা; বাহিরে এসোনা তুমি এভাবে প্রকাশ্যে!
চুপচাপ বসে থাকো কোটরের ভিতর!
মিছিলে মিছিলে মহামারী রাজপথ নিয়েছে দখলে,
সূর্যাস্তের মতো কতো লোক ডুবে যাচ্ছে সামান্য কাদায়,
কয়েকটা নেকড়ে পাল তোলা জাহাজে প্রচন্ড ব্যস্ত,
শব ছিড়ে খেতে; শ্বাপদ উল্লসিত মহোৎসবের কালে,
কটু গন্ধ কড়া পাকে ভিড়ছে শহরের উপকূলে!
তবু পূর্ণিমা পিকনিকে এখনো উচ্ছ্বসিত তরূণ তরূণী,
হেসে বলে 'যা করার করো' 'যা হবার হোক'!
ঘরে ফিরবো না এখুনি! অনেক দেরী মধ্যরাতের!
এ বাতাস অচেনা, চেপে আসে কন্ঠের স্বর!
হিসহিসে রাতে সরীসৃপের মতো আঁধার ঝরছে অঝর;
নির্ঘুম চোখ ক্লান্তিতে অবশ তবু মানেনা ঘুমের বশ!
সব মানুষকেই কি ভূতেরা করেছে ভর?

'ভয় নেই' বলে উষ্ট্রারোহী হলো কিছু লোক,
মৃদু হেসে বলে- 'চলো হাঁটি! সব পথ শেষ হবে একদিন!'
'ঊটের দলের সাথেই থেকো অর্বাচীন',
'পেয়ে যাবে কালপুরুষের নীচে স্তব্ধ পিরামিড',
গম্ভীর নীলে ছায়া তার খেলে সুপ্রাচীন!


ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:৩৩

বিজন রয় বলেছেন: শুভসকাল।
এ মুহূর্তে ব্লগে আছি, আর আপনি পোস্ট দিলেন, মিলে গেল!

কি আর বলবো, আপনার কবিতা মানে অনেক কিছু।

শুভকামনা।

২০ শে জুন, ২০২০ সকাল ৮:৪৮

স্বর্ণবন্ধন বলেছেন: শুভসকাল। অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। করোনা কালে সুস্থ থাকুন এই প্রত্যাশা।

২| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:৪৫

বিজন রয় বলেছেন: মন দিয়ে পড়লাম।
আহা, মনটা ভরে গেল!

বর্তমানে ব্লগে যারা কবিতা পোস্ট করছেন আপনি তাদের মধ্যে উপরের দিকে থাকবেন।
আমি ভাবছি নিজেকে ভাবনা-কল্পনার কোন স্তরে রাখলে এমনসব কবিতা প্রসব করা যায়।

স্যালুট।

২০ শে জুন, ২০২০ সকাল ৮:৫০

স্বর্ণবন্ধন বলেছেন: কবিতা আসলে একটা পাগলামি বলতে পারেন। কল্পনা বাস্তবতার সূক্ষ সীমারেখার বিপদজনক বিন্দুতে এর বসবাস। একটু ওইদিকে সরে গেলে পাগলামি, এইদিকে সরে আসলে বাস্তবতার কর্কশতা, যেখানে কবিতা স্বস্তি পায়না।

৩| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

'ঘুম এক বরফের পাখি'- কথাটা অসাধারণ।

২০ শে জুন, ২০২০ সকাল ৮:৫০

স্বর্ণবন্ধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৪| ২০ শে জুন, ২০২০ সকাল ১০:১০

অজানা তীর্থ বলেছেন: আমি অনেকবার পড়েও কিছুই বুঝতেছিনা,আশা করি আপনার কবিতার মটিফটা বুঝিয়ে বলবেন।

২০ শে জুন, ২০২০ সকাল ১০:২৩

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার, রাত জাগা মস্তিষ্কে যেসব চিন্তার ট্রেন হুরমুর করে ঢুকে পড়ে তার প্রকাশ। তাই অসংলগ্ন লাগতে পারে! আর কবিতার মোটিফ সম্পূর্ণ বোঝানো সবসময় যায়না। এটা একধরনের সাবলাইমেশন। ব্যক্তিসত্তার নানান চিন্তার কখনো গোছানো আবার কখনো এলোমেলো প্রকাশ। নিদ্রাহীনতায় লেখা তাই কিছুটা এলোমেলো হয়তো।

৫| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:০১

নেওয়াজ আলি বলেছেন:   শিল্পসম্মত মনোভাবের প্রকাশ।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩২

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: বাহ! দারুণ লাগল /
ভাল থাকবেন ।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি অনেকদিন পর কোন কবিতায় মন্তব্য করলাম। আগে লেখার চেষ্টা করতাম, মন্তব্যও করতাম। ইদানিং লিখতে পারি না। কবিতা লেখা সহজ বিষয় নয়। কবিতা লেখার জন্য প্রয়োজন বিরহ, বিষন্নতার নিকোটিন, টান টান উত্তেজনা আর রহস্যের ভাজ।

ইদানিং এই সব অনুভব করতে পারি না। তাই কবিতাও লেখা হয় না। আপনি খুব চমৎকার লিখছেন। ভালো লাগছে। মাঝে মাঝে বিরতি নেবেন আবার লিখবেন। ব্লগারদের বিভিন্ন পোষ্টে যান, কবিতায় আলোচনা সমালোচনা করুন কিংবা অনুপ্রেরনা দিন! দেখবেন, ব্লগটা অল্প দিনেই খুব অদ্ভুত সুন্দর হয়ে গেছে।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.