![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...
এতো দিন পর সেই পুরোনো একটি জোকস মনে পড়ে গেল !
একদা এক ডাক্তার বিদেশ থেকে সদ্য পাশ করে ঢাকার নীলক্ষেত দিয়ে যাচ্ছিলেন ।
যেই না বলাকা সিনেমা হল অতিক্রম করে নীলক্ষেতের বই দোকানগুলোর কাছাকাছি পৌঁছলেন ঠিক তখনই তিনি হার্ট এটাক করলেন !
কী ছিল তার হার্ট এটাকের কারণ ?
কারণ , তিনি একটি বই দেখেছিলেন যার নাম -
"তিরিশ দিনে ডাক্তারি শিখুন !"
৩০ দিনেই যদি ডাক্তারি শেখা যায় , তাহলে কেন আমি এতগুলো বছর জীবন-যৌবন ক্ষয় করে, ধুকে ধুকে MBBS , FCPS , FRCS , MD ,MS ,MRCP , MRCS করতে গেলাম ?
এই দুঃখেই তিনি হার্ট এটাকের শিকার হলেন ।
মূল কথায় আসি -
আমাদের সাংবাদিক ভাইয়েরা কি সি বইটি পড়ে ডাক্তারি শিখেছেন ?
যে, কথায় কথায় ডাক্তারদের ভুল ধরেন ।
উনিশ থেকে বিশ হলেই বলেন - ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ।
ভুল চিকিৎসা দিলে সে ভুল ধরবে তার সিনিয়র ডাক্তার ।
কিন্তু কোন পুঁথিগত বিদ্যা দিয়ে আপনারা একজন ডাক্তারের চিকিৎসাকে ভুল হিসেবে আখ্যায়িত করেন ?
যখন প্রশব বেদনায় আপনার স্ত্রী , বোন কিংবা নিকটাত্মীয়া নিজের সাথেই যুদ্ধ করে ,
যখন ধাত্রীর সেবায় ভরসা পান না ।
তখন তাকে কোথায় ভর্তি করান ?
হাসপাতালে ?
নাকি প্রেসক্লাবে ?
পিকেটারের ইটের আঘাতে যখন মাথা ফাটে তখন কোথায় যান ?
হাসপাতালে ?
নাকি সর্বাধিক প্রচারিত দৈনিকের কার্যালয়ে ?
শুধু ডাক্তারিই নয় ।
জগতের সকল পেশাই মহান ।
সাংবাদিকতাও এক ধরনের মহান পেশা ।
এই যে , বৃহস্পতিবারের মানব বন্ধনের খবরও কিন্তু সাংবাদিকের বুম দিয়ে সারা দেশ শুনেছে । দুপুরে রেডিওতে খবর না শুনলে হয়তও নিজেও জানতাম না ।
যদি ফেসবুকে উঁকি না দিতাম ।
কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা সেই পেশাটিকে কতটুকু সুমহান পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন ?
জগতে যেমন উদ্ভট সাংবাদিক রয়েছেন তেমন অদ্ভুত রোগী এবং রোগীর সাঙ্গ পাঙ্গও রয়েছে ।
যারা ডাক্তারকে দেবতার আসনে তুলতে দেরী করেননা ,
আবার চাকরের আসনে নামাতেও দ্বিধা বোধ করেননা ।
ভুলে গেলে চলবে না -
তিনি হলেন দেহ ঘড়ির কারিগর !
ডাক্তার সেই ঘড়ির মিস্ত্রী !
মেরামত ছাড়া কিছুই করতে পারেনা
[ চক চক পক পক করে যদ্দিন ঘড়ির চেহারা
তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা ......]
©somewhere in net ltd.