![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাক্ষী বাতায়ন ধারের বটবৃক্ষের পাতা / হিশেব করে ফেরত চাহি, আজকে মনের হালখাতা...
গল্প হতে পারে কয়েক পৃষ্ঠার। গল্প হতে পারে কয়েক হাজার বর্ণের। গল্প হতে পারে কয়েক শতক শব্দের। কিন্তু গুটি কয়েক শব্দ দিয়েও গল্প বানিয়ে চমক সৃষ্টি করা যায় হৃদয়পটে। মাত্র ছ’টি শব্দ দিয়ে তেমনই এক কাজ করে বসেন মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে। অফিসে সহকর্মীদের সাথে বাজি ধরেন যে, তিনি মাত্র ছয় শব্দ দিয়েই একটি গল্প বানাতে পারবেন। সহকর্মীরা প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে হার মানেন তার ওই ছ’টি শব্দের কাছে। এভাবে অল্প কথার ভেতর অনেক না বলা কথা লুকিয়ে রেখে যে গল্প লিখা হয় তা ফ্ল্যাশ ফিকশন বা সাডেন ফিকশন নামে পরিচিত। যদিও সাহিত্যজগতে এর মজবুত কোনো ভিত্তি খুব একটা চোখে পড়েনা। তবে অধুনা এ ধরণের লেখা খুব জনপ্রিয়তা পাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছোট গল্প লেখার প্রতিযোগিতাও চোখে পড়ে মাঝে মধ্যে।
হোমিংওয়ে সহকর্মীদের সাথে দশ ডলারের সে বাজিতে জিতেছিলেন মাত্র ছয় শব্দে নিচের গল্পটি লিখে-
"For sale: baby shoes, never worn."
লাইনটি পড়ে প্রথমে হয়তো কিছুই বোঝা যাবেনা। এক শিশুর জন্য জুতা কেনা হয়েছিলো। সে জুতা আবার বিক্রির জন্য তোলা হচ্ছে। আবার বলা হচ্ছে এ জুতাজোড়া কখনওই ব্যবহৃত হয়নি। কিন্তু কেন? কারণ ওই বাচ্চা পৃথিবীর আলো দেখেনি। কতটুকু ভগ্ন হৃদয় নিয়ে একজন মা এমন আকুতি জানাতে পারেন! তা-ই ফুটিয়ে তুলতে চেয়েছিলেন হোমিংওয়ে। এবং তিনি পেরেছেন। পরবর্তীতে তার এই ধারণার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় ‘সিক্স ওয়ার্ড স্টোরি’ লেখার ধারণা। সাহিত্য জগতের এ প্রবাদ পুরুষ ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বুকে মোচড় দেওয়া ছয় শব্দের এরকম উল্লেখযোগ্য আরও গল্পের মাঝে আরেকটি গল্প হচ্ছে-
“The Smallest Coffins are the Heaviest.”
২০১৪ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে আর্মি স্কুলে জঙ্গি হামলায় আটজন স্টাফ ও ১৩৪ জন শিশু শিক্ষার্থী নিহত হয়। শিক্ষার্থীদের বয়স ছিলো আট থেকে আঠারোর ঘরে। মৃত্যুর মিছিলে এতগুলো শিশুকে একসাথে দেখে নাম না জানা কোনো এক লেখক লিখেছিলেন -
“The Smallest Coffins are the Heaviest.”
লেখাটির সম্পাদনা করেছিলেন সাইফুল্লাহ গুল নামের আরেক লেখক। অথচ এমন গল্প রচিত হতে পারতো ১৯৭১ সালেই। থাক সে কথা।
ফ্ল্যাশ ফিকশনের অন্যতম বৈশিষ্ট্য হলো – এর শেষ হয়ে যায় শেষ হবার বহু আগে এবং শুরুর খানিক পরেই। তবে পাঠকের মনে তার একটা অদ্ভুত হৃদয়ছোঁয়া রেশ রয়ে যায়।
সাহিত্য জগতের আরেকটি অনবদ্য ফ্ল্যাশ ফিকশনের কথা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে।
'Knock' নামের এ গল্পটির স্রষ্টা আরেক আমেরিকান, বিখ্যাত লেখক ফ্রেডরিক ব্রাউন। এ গল্পটি পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প হিসেবে খ্যাত।
গল্পটি হল-
" The last man on Earth sat alone in a room. There was a knock on the door..."
"পৃথিবীর সর্বশেষ মানব একাকী একটি বদ্ধ ঘরে বসে আছে। এমন সময় দরজায় করাঘাত - টক টক টক..."
ভাবতেই গা শিউরে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে ওই মানুষের স্থলে কল্পনা করুন। দেখুন কেমন লাগে।
এবার স্বীয় ডুগডুগি বাজানোর পালা। বঙ্গীয় জনপদে এক দরিদ্র ফেসবুকার ছিলো। তিনি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের পাতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ইশুতে লিখে গেছেন বিভিন্ন ফ্ল্যাশ ফিকশন। লোকমুখে শোনা গেছে তার নাম মামুন। তার লেখা উল্লেখযোগ্য ফ্ল্যাশ ফিকশনগুলো হচ্ছে-
১।
‘মা দিবসের উপহার নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে সস্ত্রীক রওনা হচ্ছেন করিম সাহেব।’
-মা দিবস
২।
‘মন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রীকে বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুলশানে পথশিশু নিহত।’
-এপিঠ ওপিঠ
৩।
‘ঘুমিয়ে আছে শিশুর পিতা হাজার নারীর অন্তরে।’
-বয়ঃসন্ধি
৪।
‘বিকেলে 'নারীর মর্যাদা ও অধিকার' শিরোনামের সেমিনারে বক্তব্য দেয়ার জন্য প্রাক্তন প্রেমিকাকে নারীর মর্যাদা ও গুরুত্ব বিষয়ক বক্তব্য লিখে দিচ্ছেন বিশিষ্ট প্রকৃতি গবেষক ও নারীবাদী লেখক আদিত্য আনোয়ার।’
-নারী দিবস
সর্বশেষ; ছয় শব্দের গল্প-
৫। “অথচ কথা দিয়েছিলে - 'আর কথা হবেনা'।”
-ফেরা
১৪ ই মে, ২০১৭ রাত ২:৪৫
রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
পুলহ বলেছেন: লেখাটা ছোট হলেও প্রাঞ্জল। ইন জেনারেল- ভালো লেগেছে পড়ে।
জনৈক মামুন ভাইয়ের শেষ গল্পটাতে কাব্যিক ভাব প্রবল ছিলো। ২ নং গল্পটা (এপিঠ ওপিঠ) “The Smallest Coffins are the Heaviest.”-- নিয়ে লেখক যা বলেছেন, সে কথাটিকেই একটু ভিন্নভাবে স্মরণ করিয়ে দেয়.। (লেখাটির সম্পাদনা করেছিলেন সাইফুল্লাহ গুল নামের আরেক লেখক। অথচ এমন গল্প রচিত হতে পারতো ১৯৭১ সালেই...)
শুভকামনা জানবেন ভাই।
১৪ ই মে, ২০১৭ রাত ২:৪৫
রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই মে, ২০১৭ ভোর ৪:০৭
কল্পদ্রুম বলেছেন: সুন্দর পোস্ট।২ নম্বর গল্পটা ভালো লেগেছে।৪ একটু বড় হয়ে গেল না!
১৪ ই মে, ২০১৭ রাত ২:৪৬
রৌদবালক মামুন বলেছেন: বড় হলেও ভাববাচ্য একটিইতো ।
৪| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৭ রাত ২:৪৬
রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই মে, ২০১৭ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: রৌদবালক মামুন ,
চমৎকার লিখেছেন । অল্পের ভেতরেই ফ্ল্যাশ ফিকশনের সব কথা বলে গেছেন রোদের আলো ছড়িয়ে।
" “The Smallest Coffins are the Heaviest.”
লেখাটির সম্পাদনা করেছিলেন সাইফুল্লাহ গুল নামের আরেক লেখক। অথচ এমন গল্প রচিত হতে পারতো ১৯৭১ সালেই। থাক সে কথা। " এখানে পোস্টদাতার মননশীলতার, সচেতনতার , গভীর অনুভবের পরিচয় মিললো ।
আর আপনার লেখা ফ্ল্যাশ ফিকশনগুলোও অনবদ্য হয়েছে ।
৬| ১৪ ই মে, ২০১৭ রাত ২:৪৬
রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
৭| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৩৩
ছায়াহরিণ বলেছেন: আমিও একটা ফ্লা ফিকশন বলছি। দুই শব্দের মাত্র
ডোনাল্ড ট্রাম্প!
কেমন হলো???
৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৮
জেন রসি বলেছেন: আসলেই কয়েকটা শব্দ দিয়েই অনেক কিছু বলে ফেলা যায়। কিছু কিছু ফ্ল্যাশ ফিকশন এবং হাইকুতে যে গভীর বোধের দেখা পেয়েছি তা হাজার শব্দ দিয়েও প্রকাশ করা যাবেনা। আপনার ফ্ল্যাশ ফিকশনগুলো ভালো লেগেছে।
১৭ ই মে, ২০১৭ রাত ১২:১২
রৌদবালক মামুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
৯| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো। এ ধরনের ফ্ল্যাশ ফিকশন লিখবার ইচ্ছা হয়। কিন্তু লেখা চোরদের ভয়ে পিছিয়ে আসি।
ধন্যবাদ ভাই রৌদবালক মামুন।
১৭ ই মে, ২০১৭ রাত ১২:১৪
রৌদবালক মামুন বলেছেন: লেখা না থাকলে চোররা বাঁচবে কী করে ? তাদেরওতো ছেলে-সন্তান আছে । সুতরাং লেখা ডেলিভারি দিতে হবে নিয়মমাফিক ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: ফ্ল্যাশ ফিকশনগুলো ভালো লাগল।