নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

অনুরোধের ফুটবল বিশ্বকাপ

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

আর মাত্র ক’দিন বাকি ফুটবল বিশ্বকাপের। ৩২ জাতির এই বিশ্ব শিরোপা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। প্রায় প্রতি দলেই থাকবে বিশ্বের তারকা সব ফুটবলাররা। আর তাই দলের খেলোয়াড়দের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য তারা বিভিন্ন রকম অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ রাখতে হবে আয়োজকদের৷



@পর্তুগাল ২৩ সদস্যের দল নিয়ে যাবে ব্রাজিলে ৷ ছয় জন বডিগার্ড আনবে তারা৷ তার মধ্যে চার জন বডিগার্ড ক্রিশ্টিয়ানো রোনাল্ডোর জন্য বরাদ্দ থাকবে৷



@ফ্রান্স অনুরোধ করেছে তাদের হোটেল বাথরুমে সাবানের বারের পরিবর্তে তরল সাবান রাখার জন্য৷ সাবানের বারে পিছলে পড়তে পারে খেলোয়াড়রা৷ তার থেকে বাঁচার জন্যই তরল সাবানের কথা বলা হয়েছে৷



@ইকুয়েডর প্রতিদিন কলার ঝুড়ি চেয়েছে।



@খেলোয়াড়দের প্রতিটি ঘরেই যেন উষ্ণ জলের টাব রাখা হয়, এমনটা চেয়েছে জাপান ৷



@সাও পাওলোর পনেরো জন তরুণ ফুটবলারকে অনুশীলনে আসার অনুরোধ জানিয়েছে ‘সি’ গ্রুপে থাকা কলম্বিয়া৷



@উরুগুয়ে চেয়েছে প্রতিটি খেলোয়াড়ের ঘরই যেন শীতাতপ নিয়ন্ত্রিত হয়৷ আবার সেই যন্ত্র যেন নিঃশব্দে কাজ করে৷



@আলজেরিয়ার প্রতিটি দলের খেলোয়াড়দের ঘরে টিভি চ্যানেল, হাই স্পিড ইন্টারনেট সেবা, খবরের কাগজ ইত্যাদি দিতে বলা হয়েছে। প্রতিটি খেলোয়াড় এবং দলের অফিসিয়ালদের ঘরে কোরআন শরিফ রাখতে বলা হয়েছে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.