![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের ধারনা আনিমেশন মানে শুধুই কার্টুন। আবার অনেকে মনে করেন অ্যানিমেশন মানে স্পেশাল এফেক্টস। আসলে অ্যানিমেশনের আক্ষরিক অর্থ একটু ব্যাখ্যা সাপেক্ষ। মূলত ১৯১০ সালের প্রথম দিকে অ্যানিমেশনের ব্যবহার শুরু হয়। সে সময় অ্যানিমেশনের ব্যবহার ছিল খুবই শ্রমসাধ্য, স্যলুলয়েড ব্যবহারের উন্নতির সাথে সাথে ১৯১৩ সালের দিকে অ্যানিমেশন করাটা কিছুটা সহজতর হয়ে উঠে। এই সময়ে সংখ্যাভিত্তিক অ্যানিমেশনের পরিবর্তে কিছুটা জটিল অ্যানিমেশনের কাজ করতে দেখা যায়। ওয়ালট ডিজনী এনিমেশনকে তুলে নিয়ে আসেন বিশেষ এক জায়গায়, সেখান থেকেই আধুনিক অ্যানিমেশনের যাত্রা শুরু।ওয়ালট ডিজনীই প্রথম অ্যানিমেশনে শব্দ জুড়ে দিয়ে কার্টুন তৈরি করেন, সেটা ছিল ১৯২৮ সালের কথা। ১৯৩৭ সালে তিনি তৈরি করেন পূর্ণাঙ্গ অ্যানিমেটেড মুভি "Snow White and the Seven Dwarfs”। বাটন চাপুন আরও জানতে
©somewhere in net ltd.