![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেটে শেষ টান দিতেই একরকম স্বর্গের অনুভূতি সমস্ত শরীর ছুঁয়ে যায় প্রদীপের; যা সে পুরো সিগারেটে পায়নি। হঠাৎ সিগারেটটাতে এত সুখ কিভাবে এলো বুঝতে পারে না।
দোকান থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে সিগারেট টানছিল প্রদীপ। পনের-বিশ মিনিটের কথা বলে অফিস থেকে বের হলেও আধাঘন্টা পার হয়ে যাবার কারণে হাতে থাকা সিগারেটের ফিল্টারটা নিচে ফেলে দোকানীকে উদ্দেশ্য করে বলল, ‘রবিউলদা আর একটা সিগারেট দেন দেখি’।
রবিউল কোন কথা না বলে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ছুঁড়ে দেয় প্রদীপের দিকে। প্রদীপ খপ করে সেটা ধরে মুহূর্তে দু’ঠোঁটের মাঝে আটকে দেয়। তারপর দোকানের সামনে ঝুলানো লাইটার হাতে নিয়ে একবার চাকা ঘুরাতেই আগুন জ্বলে ওঠে। সিগারেটের মাথায় আগুন দিয়ে ঠিকমত ধরেছে কিনা নিশ্চিত হতে জোরে এক টান দেয়। তারপর এক পাঁজা সাদা ধোঁয়া ছেড়ে অফিসের দিকে পা বাড়ায় সে। বিস্তারিত এখানে
©somewhere in net ltd.