নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FAZLE

FAZLE › বিস্তারিত পোস্টঃ

ওহ জেরুজালেম !

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪১

জেরুজালেম! সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কার নাম! সভ্যতার ইতিহাসকে জেরুজালেম যতটা নাড়া দিয়েছে আর কোন শহর তা পারেনি। ইহুদী, খ্রিস্টান ও মুসলমানদের হৃদয়ে ঝংকার তুলে এই নাম- জেরুজালেম!

ইহুদী হৃদয় নিংড়ে এ শহরের জন্য ধ্বনিত হয় প্রার্থনার স্তোত্র "জেরুজালেমের শান্তির জন্য প্রার্থনা করো।” জেরুজালেম ইহুদীদের হৃদয়ে যেভাবে স্থান দখল করে আছে একইভাবে স্থান দখল করেছে খ্রিস্টানদের হৃদয়ে। এমনকি মুসলমানদের হৃদয়েও। এটা সেই শহর যা পৃথিবীর এতো বেশি বৈদেশিক শক্তির পদানত হয়েছে যা আর কোন শহরের ক্ষেত্রে দেখা যায়নি। এ শহরের পতন হয়েছে প্রাচীন জিবুসাইটসদের হাত থেকে ইহুদীদের রাজা দাউদের হাতে, ইহুদীদের হাত থেকে ক্যালদীয় সম্রাট নেবুচাদনেজারের হাতে, ক্যালদীয়দের হাত থেকে পার্সীয় সম্রাট সাইরাসের হাতে, পার্সীয়দের হাত থেকে মেসিডোনীয়দের হাতে, মেসিডোনীয়দের হাত থেকে রোমানদের হাতে। এক সময় রোমান শাসকদের খ্রিস্টধর্ম গ্রহণের ফলে জেরুজালেমে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টান কর্তৃত্ব। রোমান-খ্রিস্টান কর্তৃত্বের অবসান ঘটিয়ে এক সময় জেরুজালেম পদানত হয় খলীফা উমরের মুসলিম সেনাবাহিনীর কাছে। এটা সেই শহর যাকে হাজার হাজার বছর ধরে ইহুদীরা নিজেদের মাতৃভূমির ভালোবাসায় সিক্ত করে রেখেছে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে তারা নিপীড়িতও হয়েছে তাদের আপন শহর জেরুজালেমেই। এমনকি খ্রিস্টানরাও নিপীড়িত হয়েছে তাদের ভালোবাসার এই শহর জেরুজালেমেই। বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.