নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FAZLE

FAZLE › বিস্তারিত পোস্টঃ

বাংলা নববর্ষ এবং প্রবাসীদের বর্ষবরণ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালীরা হৃদয়ে বাংলাদেশ নিয়ে বেঁচে থাকে প্রতিদিন। এমন কোন বাঙালী পাওয়া যাবেনা, যে দিনে অন্তত একবার বাংলাদেশকে মনে করে আবেগ তাড়িত হয়না- হৃদয় নীল হয়না কষ্টে। ফেলে আসা জন্মভুমি, শৈশব, বেড়ে উঠা, বাংলার মাটির স্বোদা গন্ধ, হাজারো শিকড়ে আঁকড়ানো বন্ধন ভেতরে ভেতরে কাঁদায় এঁদের প্রতিদিন। দূরত্ব্র অনেক সময় ভালবাসাকে প্রগাঢ় করে দেয় যেমন, দেশের প্রতি ভালবাসা- অস্ট্রেলিয়ায় প্রবাসী আমরা বাংলাদেশে থাকতে কি ততোটা দেশের টান অনুভব করেছি যতোটা এখন করছি? যেমনটা, মায়ের কাছে থেকে একটু দুরে গেলেই সন্তান বুঝতে পারে মায়ের অভাব কতোটা অপূরণীয়। বাংলাদেশ থেকে অনেক দূরে থেকে এদেশের প্রবাসী বাঙালীরা ওয়েস্টার্ন কালচারের মধ্যে থেকেও অনেক বেশীই ভালবাসে বাংলাদেশকে। প্রবাসীদের এই ভালবাসা স্বদেশী অনেক বাংলাদেশীদের থেকেও অনেক অনেক বেশি- অন্তত তাদের থেকে বেশি, যারা বাংলাদেশে শুধু ১লা বৈশাখেই খুব বেশী বেশী বাঙালি সেজে পান্তা ইলিশের উৎসব করতে যায়, আর ওয়েস্টার্ন কালচারকে অনুকরণ করে বাংলাদেশে বেঁচে থাকে পরজীবীর মতো সারাটা বছর । অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনে নানা ব্যস্ততার মাঝেও বাঙ্গালীরা একত্রিত হয় ১লা বৈশাখে , বরন করে নিতে নতুন বছরকে, মেতে উঠে বিভিন্ন বাঙ্গালী উৎসব আয়োজনে। বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.