![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেঁটে যাচ্ছে পীচপথে কচ্ছপ , অবাকের উঠান নির্বাক খেয়ে যাচ্ছে ছবিশুদ্ধ, সিনেমা দর্শক তরমুজ লাল লালা চেটে নিচ্ছে নায়িকার। চোখে সীসা বাঁধানো পুকুরে বকবক করা অযথা পৃথিবী গিলে যাচ্ছে নির্বিকার জলের নোংরা ধৃষ্টতা । কেউ হারিয়ে গেলে কারও কারও কান্নার বড় অভাব! স্বভাবের দোষে চর্মচক্ষু বুকপকেটে রাখি,দেখি লালমিয়ার লাল ফিতা বাঁধা টাকার খনি।
চন্দন গাছে কেউটে ঝুলে থাকার দৃশ্য দেখি ছাপাপাতার আড়ালে। ড্রাগন গাছ এখন রাজাকারের চেয়েও দামি। ছাপাপাতার চাষা, চন্দনে কেউটে ঝোলার ঝামেলার আইডিয়া ফেলে দেয় ভাষণের লেকে... ভাবনা ভাসে, ভেগে যায় রাজাকার! কি কারবার, আমি মস্তবড় প্রেমের আড়ৎদার!
প্রেম হেঁটে যায় জলের মতো, ড্রাগনগাছ আর কাগুজে মানুষগুলো খনির খোঁজে উড়ে যায়...
ভুলে যায় রাজাকারের ভেগে যাবার দৃশ্য বেমালুম।
...........................................................................
রুদ্র নীলিম/ ৩১ জুলাই/ ভোর ৪ টা ২৫ মি/ শুক্রবার
২| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন মুক্তগদ্য। ভাল্লাগছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। অনুসারিত।