নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চলে যাওয়া মানে, প্রস্থান নয়\"

রুদ্র নাহিদ

দিব্যি বেঁচে আছি আজ শতবর্ষে বুনো ঘাসফুল

রুদ্র নাহিদ › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ : অপেক্ষা । হুমায়ূন আহমেদ

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

বই : অপেক্ষা
লেখক : হুমায়ূন আহমেদ



মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবন কি তাই? রহস্যময় চক্রের ভেতর মানব জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।

এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ। কিংবা সকলেই। কিসের অপেক্ষা?



আমাদের জীবনটাই একটি অপেক্ষা। সবারই কিছুর অপেক্ষা থাকে। অর্থের অপেক্ষা, ভালো সময়ের অপেক্ষা, সুখের অপেক্ষা, কারো ফিরে আসার অপেক্ষা। মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না। করি জীবিত মানুষের জন্য। সুরাইয়া অপেক্ষা করছেন হাসানুজ্জামানের জন্য। ইমন তখন পাঁচ বছরের বাচ্চা ছেলে। প্রথম দাঁত পড়েছে। সুরাইয়ার ভেতর আরেকটি প্রান মাত্রই তার অস্তিত্ব প্রকাশ করছে। এসময় হঠাত হারিয়ে যান হাসানুজ্জামান। শুরু হয় সুরাইয়া অপেক্ষা করা। তার বিশ্বাস ইমনের যেদিন বিয়ে হবে সে রাতেই ফিরে আসবে হাসানুজ্জামান।


সুরাইয়ার অপেক্ষা বাড়তে থাকে। ইমন ও সুপ্রভা বড় হয়। সুরাইয়া মানসিকভাবে বিপর্যস্ত আচরণের প্রভাব পরে ইমন ও সুপ্রভার উপর। এই অপেক্ষার পরিণতিই যেন কাল হয়ে দাঁড়ায়।


মানব জীবন কি চক্রের মতো? যার শুরু নেই, শেষ নেই। শুধু ঘুরতেই থাকে। চক্র নিজের মতো ঘুরে। শুধু আশেপাশেন মানুষগুলোয় পরিবর্তন হয়। ইমনের বিয়ের রাতে হাসানুজ্জামান কি ফিরে এসেছিলেন? সুরাইয়া কলিংবেলের তীব্র আওয়াজ শুনছেন। কে এখানে? কে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.