নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চলে যাওয়া মানে, প্রস্থান নয়\"

রুদ্র নাহিদ

দিব্যি বেঁচে আছি আজ শতবর্ষে বুনো ঘাসফুল

রুদ্র নাহিদ › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ : The Outsider

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩১

বইয়ের নাম : The Outsider
লেখক : Albert Camus


মেরোসল্ট, আলজেরিসে সাদামাটা জীবনযাপন করা তরুন একজন যুবক। মায়ের মৃত্যুর সংবাদে বৃদ্ধাশ্রমে ছুঁটে যায়। মায়ের মৃত্যু মেরোসল্টকে আবেগতাড়িত করে না। বরং এটাই তো স্বাভাবিক, প্রকৃতির নিয়ম, মৃত্যু একদিন আসবেই। স্পষ্টবাদী মিরোসল্ট মিথ্যা আবেগের আশ্রয় নিতে চায় নি। বরং তারকাছে কঠিন সত্যকে সহজভাবে মেনে নেয়াই গ্রহনযোগ্য মনে হয়েছে। কিন্তু সবার ধারনা সে নির্জীব আবেগহীন মানুষ।


মেরি, মিরোসল্টের প্রাক্তন কলিগ। একসময় ঘনিষ্ঠ হতে হতে প্রেমিকা হয়ে যায়। রেইমন্ড, মেরোসল্টের এপার্টমেন্টের একজন ভাড়াটে। যে সমাজে চাটুকারিতার জন্য পরিচিত। ঘটনাক্রমে রেইমন্ড ও মেরোসল্টের বন্ধুত্ব হয়। আর বন্ধুত্বের জের ধরে একসময় মেরোসল্ট খুনের আসামী হয়। এবং সমাজের কাছে নির্জীব, মনুষত্বহীন একজন যুবককে দোষী সাবাস্ত্য করা যেন খুবই সহজই ছিল।



লেখক মেরোসল্টের মাধ্যমে তৎকালীন সমাজব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমরা কতটুকু ভিন্নমতকে গ্রহন করতে পারি। মিথ্যার আশ্রয়ের চেয়ে সত্যকে কতটুকু গ্রহন করতে পারি। মেরোসল্টের অপরাধ সে খুনি নাকি সে একজন সত্যবাদী, যে মিথ্যা বলতে অস্বীকৃতি জানায়। তাই সমাজের চোখে বরং সে বাইরের মানুষ, দ্য আউটসাইডার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:০০

কাইকর বলেছেন: সুন্দর রিভিউ

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকদিন পর আসলাম ব্লগে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বিখ্যাত বই !
রিভিউ আরেকটু বড় হলে ভালো হতো :)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রুদ্র নাহিদ বলেছেন: আমি ভাই রিভিউ লিখতে পারি না। একটা ট্রাই করেছিলাম আরকি লেখার। হয়না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.