নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চলে যাওয়া মানে, প্রস্থান নয়\"

রুদ্র নাহিদ

দিব্যি বেঁচে আছি আজ শতবর্ষে বুনো ঘাসফুল

রুদ্র নাহিদ › বিস্তারিত পোস্টঃ

মুভি : 2001: A Space Odyssey

৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১৪

Movie : 2001 : A Space Odyssey
Director - Stanley Kubrick, Arthur C.Clark
Genre : Sci-Fi | Adventure
Year : 1968




স্টানলি কুবরিক ও আর্থার ক্লার্কের এক অসামান্য শিল্পকর্ম। ১৯৬৮ সনে এরকম চিন্তাভাবনা কোন মুভি বের হতে পারে, সেটা এখন অব্দি চিন্তায় কূলোয় না। মুভি মূলত ক্লার্কের The Sentinel ছোট গল্পের উপর বেস করে হলেও, মুভিটি Nietzsche এর লেখা "Thus Spoke Zarathustra" এর ছাপ পাওয়া যায়। মুভিটি নিয়ে বলতে গেলে তাই এর ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রথমে একটু বলে রাখা উচিত তাহলে সামগ্রিকভাবে মুভিটি বুঝতে সহজ হবে।


প্রথমত Nietzsche এর বইটি মূলত পার্সিয়ান এক রূপকথা গল্পের উপ্যাখান। বইটিতে কিছু ফিলোসোফিক্যাল আর্গ্যুমেন্ট দাড় করিয়েছেন, মানুষের সম্ভাব্য ক্ষমতা নিয়ে। নিৎযের মতে মানুষ হচ্ছে Ape ও Ubermen(পরবর্তী বিবর্তীত ফর্ম) এর মাঝে একটি ধাপ মাত্র। এবং বিবর্তনের মাধ্যমেই আমরা Ape থেকে মানুষ এবং শেষমেশ ফিজিক্যাল বডির উর্ধ্বে কোন এক বিশেষ পর্যায়ে বিচরণ করা অস্তিত্ব হবো।


মূলত মুভির বেসিক প্লট হচ্ছে, বিবর্তনবাদ। কিন্তু এইখানেই কুবরিক-আর্থার মুভির শ্রেষ্ঠত্ব তৈরি করলেন। শুধুমাত্র ৬৮ সনে তৈরি এডভান্সড লেভেলের একটি সাই-ফাই মুভি নয়, বরং চিন্তাশক্তির নতুন এক পয়েন্ট অফ ভিউ তৈরি করে দিলেন। স্তরের পর স্তর, ইন্টারকানেক্টেড বিবর্তনবাদে এবং পরম অস্তিত্বে জন্ম নেয়া এক নতুন প্রজন্মের শুরুর গল্পই সবকিছু ছাপিয়ে যায়। অসামান্য নির্মানশৈলীতে একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে স্ট্যানলি কুবরিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.