নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্মত্ত বিকেল

রাফিন ইকরাম

মোঃ ইকরাম উদ দৌলা। নামটা বেশ বড় এবং সম্ভ্রান্ত টাইপের। শুনলে কেমন যেন বড় বাপের বড় পোলার মত শোনায়। তবুও এই নামের পরিধি সার্টিফিকেট এবং ভদ্রতার মধ্যেই সীমাবদ্ধ। তাই খসড়া ব্যবহারের জন্য নিজেই নিজের নতুন একটা নাম রাখলাম। শখের নাম। রাফিন ইকরাম। নামটা শুনতেও সোজা, বলতেও ইজি। আমি মনে করি মানুষ দুই প্রকার। এক, সরল গোছের মানুষ এবং দুই প্যাঁচানো সরল গোছের মানুষ। আমি দ্বিতীয় অংশের অন্তর্গত। কারো ওপর রাগ করলেও রাগারাগি করিনা। পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করলেও নিজে খুব পরিচ্ছন্ন তা বলব না। ভালোবাসা নামক এক মায়ার সন্ধানে দিনরাত খেটে মরি। অনেকে বলে এটা কোনো কাজ? কিন্তু আমি বলি ভালোবাসা না থাকলে দুনিয়াটা ফাঁকাই থাকত। যারা অহেতুক নাস্তিক তারা আমার দুই চোখের বিষ। তবে তাদের অমঙ্গল কখনোই কামনা করি না। বরং হেদায়েত প্রার্থনা করি। অনুগ্রহপূর্বক কোনো উগ্র নাস্তিক এখানে প্রবেশ করবেন না। আপনাদের সাথে আমার মোটেও মিল হবে না। আবার যারা কাঠমোল্লা তারাও আমার ভীষণ অপছন্দের। আপনারাও অল্পবিদ্যা জাহির করতে আসবেন না। ছাগুদের উদ্দেশ্যে আলাদা কিছু নাই বা বললাম। সমালোচক পছন্দ করি। তবে যে সকল সমালোচক ভূল ধরিয়ে না দিয়ে ভূল হয়েছে বলেই খালাস তাদের সমালোচনার সমালোচনা করি। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তবে অন্যের কাজ করাটা বিরক্ত লাগে। অবশ্য কাওকে সাহায্য করতে পারলে ভালো লাগে।

রাফিন ইকরাম › বিস্তারিত পোস্টঃ

Nothing Important

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মুহাহাহা। আমিও ব্লগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.